কেইটের কথাবাত্রা (১৪)

কেইটের কথাবাত্রা (১৪)

অপরের প্রতি অঙ্গীকার জীবনের গ্লোরিয়াস একটা ব্যাপার।

ফিল্মে অভিনয় একদমই সোজা। আমি বলছি, বিলিভ মি, টেলিভিশনে অভিনয় করা অনেক বেশি কঠিন।

পাঁচ-ফিট-ছয় আমার সাকুল্যে হাইট। যদিও লোকে ভাবে আমি বোধহয় ভাইকিং নারীদের মতো শক্তপোক্ত চওড়াচ্যাপ্টা। আসলে ব্যাপারটা তেমন না। আমি বিলকুল নর্ম্যাল এবং অত্যন্ত অ্যাভারেইজ।

সাতাইশ থেকে সাঁইত্রিশ পর্যন্ত বয়সটা আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। এই একটা দশক আমার কাছে ব্যাপকভাবে শেখাজোখার একটা টাইম।

অভিনয়কলাটা আমার কাছে সবসময়ই ভীতিকর লাগে।

সংকলন, চয়ন ও অনুবাদন : বিদিতা গোমেজ

… …

COMMENTS

error: