জিলিয়ান অ্যান্ডার্সন উক্তিমালা (২)

জিলিয়ান অ্যান্ডার্সন উক্তিমালা (২)

আমি আমার ক্যারেক্টারের চেয়েও অনেকগুণে বেশি সপ্রতিভ, জড়তাছাড়া, স্পন্টেইনিয়াস।

ছোটবেলায় আমি ছিলাম দুর্দান্ত মিথ্যুক।

অনড় স্থির দাঁড়িয়ে থাকা নিয়া আমার সমস্যা মারাত্মক। কোনোকিছুতে থেমে থাকা, খাজুল হয়ে থাকা, খামোশ হওয়া আমার ধাতে নাই।

অভিনয় করার সময় আমি অন্য লোকের লগে হাবার মতন খাড়ায়া থাকি খালি।

এক্স-ফাইলস সিরিজের গোড়ার দিকটায় স্কালি চরিত্রটা ছিল অনেক বেশি সংশয়ী, স্ক্যাপ্টিক্যাল, পরে এইটার মাত্রা হ্রাস পেয়েছে ক্রমশ।

চয়ন, সংকলন ও অনুবাদন : বিদিতা গোমেজ

… …

COMMENTS

error: You are not allowed to copy text, Thank you