ফেসবুকে দেখি জেলায়, বিভাগে সরকারি উদ্যোগে সাহিত্য সম্মেলন হচ্ছে। সেখানে দাওয়াত না পেয়ে অনেকেই গোস্বাভরে ফেসবুকে পোস্ট দিচ্ছেন। কার্ড পেয়ে আবার দৌড়েও যাচ্ছেন। সেখানে আপনার যাওয়ার আগ্রহ এত প্রবল কেন? বিভাগীয় কমিশনার, ডিসি, ডিআইজি, এসপি-দের নিজের কবিতা শুনিয়ে কবিজীবন ধন্য করতে চান? তাদের সাথে পরিচিত হয়ে কোনো আনুকুল্য পেতে চান? তাদেরকে নিজের বই উপহার দেয়ার ফটো তুলে ফেসবুকে পোস্টিয়ে নিজেকে গুরুত্বপূর্ণ প্রমাণ করতে চান?
এসব যদি লক্ষ্য না হয়, লক্ষ্য যদি হয় এলাকার সব লেখক-কবির সাথে দেখাসাক্ষাৎ, ভাববিনিময়, পরস্পরের যোগাযোগ ও ঘনিষ্ঠতা বাড়ানো, তাহলে আপনাদের আছে বিকল্প সম্মানজনক পথ।
কয়েকজন উদ্যোগ নিয়ে জেলার সব লেখক-কবিকে আহ্বান জানান একদিনের সম্মেলন করার। প্রত্যেকের কাছ থেকে ১০০ টাকা করে চাঁদা নিন। ভেন্যুভাড়া আর দুপুরের সব্জি-খিঁচুড়ি হয়ে যাবে চাঁদার টাকাতে। বিকালে এককাপ রং চা-ও। দিনভর সেমিনার করুন, কবিতা পড়ুন, পরস্পরের মধ্যে বই আর পত্রিকা বিনিময় করুন। তারপর আনন্দ নিয়ে ফিরে যান নিজ নিজ বাড়িতে।
এটি নিজেদের ওপর ভরসা করার অনুশীলন। একই সাথে মেরুদণ্ড সোজা রাখারও পথ।
২১ জুন ২০২৩
২.
প্রকৃত লেখক একটু অহংকারী হন। এই অহংকার তার আত্মর্যাদা রক্ষার বর্ম। অহংকার তিনি অন্য লেখককে দেখান না। শুধু যেসব অনুষ্ঠান বা প্রতিষ্ঠান তার জন্য যথাযোগ্য সম্মানের ব্যবস্থা করে না, তাদের দেখান।
রবীন্দ্রনাথের কাছে গান্ধী আসতেন। নেহরু আসতেন। রবীন্দ্রনাথ যেতেন না। আমার কাছে রাষ্ট্রপতি আসবেন না নিশ্চয়ই। তবে আমিও তাঁর কাছে যাব না।
যে সাহিত্যের অনুষ্ঠানে মন্ত্রী, এমপি, প্রশাসনিক কর্মকর্তাদের নামের নিচে লেখকের নাম থাকে, প্রকৃত লেখক সেই অনুষ্ঠানে যান না। প্রকৃত লেখক কারো কাছে কোনো পদ-পদবি-প্রজেক্ট পেতে যান না। নিজের কোনো সুপারিশ নিয়ে যান না।
অনেক পদধারী ব্যক্তি লেখকের বন্ধু এবং গুণগ্রাহী থাকেন। লেখক তাদের সাথে আড্ডা দেন, সময় কাটান, কিন্তু নিজের জন্য কিছু চান না। সেই কারণেই বন্ধুত্ব মর্যাদাপূর্ণ থাকে।
প্রকৃত লেখক কখনো মন্ত্রী, এমপি, সরকারদলীয় নেতা, সচিব, ডিসি, ইউএনও বা কোনো বিভাগের কর্মকর্তাকে নিজের লেখা বই উপহার দিতে যান না। তাদের সাথে ফটো তুলে ফেসবুকে পোস্টান না।
প্রকৃত লেখক গ্রুপ, জোট, ঘোঁট পাকান না। ওসব তৃতীয় শ্রেণীর লেখকরা করেন। উদ্দেশ্য থাকে পরস্পরের পিঠ চুলকানি আর কোনো স্বার্থসিদ্ধি।
লেখকদের সংগঠন কোনোদিন লেখক তৈরি করতে পারে না। সংগঠন দরকার হয় অন্যায়ের প্রতিবাদ করার জন্য, প্রকৃত গুণীদের সম্মান জানানোর জন্য। তবে তারা সচরাচর স্পন্সর নেন না। নিজেদের চাঁদায় অনুষ্ঠান করেন। অন্যদিকে জোট-ঘোঁট পাকানো লোকদের উদ্দেশ্যই থাকে অনুষ্ঠানে কাকে কাকে আনলে তাদের কাছ থেকে বিনিময়ে কিছু স্বার্থসিদ্ধি করা যাবে, স্পন্সর পাওয়া যাবে — এমন বেগুণীদের নিয়ে অনুষ্ঠান করা।
যে মিডিয়া বা পত্রিকা বা প্রকাশনা প্রতিষ্ঠান লেখকদের যথাযোগ্য সম্মান দেয় না, লেখার চাইতে পদধারীর ওজন দেখে, তোষামোদির লেখা প্রকাশ করে, প্রকৃত লেখক সেগুলোর দিকে ফিরেও তাকান না।
এই অহংকার আসে নিজের কলমের শক্তির ওপরে আস্থা থেকে। তবে তা বোকা বা মূর্খের আস্থা নয়।
[লেখক বলতে কবি, কথাসাহিত্যিক, প্রাবন্ধিক, নাট্যকার, গীতিকার — সবাইকে বোঝানো হয়েছে।]
১৯ মে ২০২৩
জাকির তালুকদার : কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক
গানপারে সরকারি সাহিত্যমেলা সংক্রান্ত অন্যান্য রচনা
গ্রাসরুটসের গান
সাহিত্যমেলা নিয়া দু-চার কথা
প্রশাসনের সাহিত্যমেলা আয়োজন ও বয়কটকারীদের অবস্থানপত্র
- শাহ আবদুল করিম : জন্মের শতক পেরিয়ে আরও একটা আস্ত দশক || ইলিয়াস কমল - January 20, 2025
- সিনেমার চিরকুট ৮ - January 19, 2025
- টুকটাক সদালাপ ২ - January 17, 2025
COMMENTS