২০০০-২০১৪ সময়, উল্লেখ প্রকাশবিকাশস্থগিত আবার একবার আবারও পুনঃপ্রচার। জাস্ট লীভ ইট, জাস্ট রিপিট। ভূমি জরিপ। নানা ঘটনা ঘটার যুগে অসংখ্য কবিবন্ধু হয় আমাদের। কবিতা লিখা কি অন্যায়? তা তো নয়। তা তো নয়। ফর্সা কালো লম্বা বেটে। সবার সম-অধিকার। যতবেশি কবি ততবেশি ভালো। তত পাঠক তত সমর্থন। বের হল অনেক অনেক বই। বিবিধ সংকলন বিচিত্র বিশ্লেষণ, বিপণন। শ্রেষ্ঠ কবিতা লেখার নানা উপকরণ। গুরু শিষ্যের দোকান।
২
অগ্রজ যাদের কবিতা পড়ে বন্ধুরা চায়ের টঙদোকান কাঁপালো, সেসব অগ্রজদের সাথে আমাদের মধ্যিপথের সম্পর্কটা অসামান্য বন্ধুর যৎসামান্য বন্দুকের। বন্ধুকৃত্যের আগে উত্তরে বন্দনা, দক্ষিণে বন্দনাটা ভালো। এ সুযোগে নিঃসংকোচে মুগ্ধ হওয়া গেল। সংক্ষেপে লেখা হলো সুইসাইডনোট। যেভাবে গুপ্তধনের মানচিত্র হয় একখণ্ড চিরকুট। আবারও, আরেকবার, পড়েই ফেলি — অনন্য সেসব কবিতা। গুটিকয়, যারা ভাবিয়েছেন, কাঁদিয়েছেন, নাচিয়েছেন আমাদের সময়। যেসব অচল কয়েন থালায় ফেলে নেড়েচেড়ে শব্দ করে অন্ধকবি শুরু করে ফকিরি। কবি কিছু না। সবই মুদ্রার জাদু। কবির চেয়ে কবিতার সান্নিধ্যই আনন্দের…
৩
ছোটবেলায় শরীর কেটে যে-রক্ত বের হতো
এখন এই মধ্যবয়সে মাথা ফেটে সেই একই
উজ্জ্বল ঝকঝকে রক্ত বের হলো
যেন এই এতগুলি বছর রক্তের কোনো বয়স বাড়েনি
রক্ত চিরনতুন
(বয়স / অমিতাভ পাল)
৪
কবি অমিতাভ পালের প্রথম কবিতার বই নতুন বাল্বের আলো বেরোয় ১৯৯২ সালে। চার বছর পর বের হয় দ্বিতীয় বই আলোর আলোচনা। ২০০৪ সালে বের হয় শ্রীমতি কবিতা। এ-বছরই (২০১৪) বের হয় একফোঁটা বৃষ্টিবিন্দু, গদ্যগ্রন্থ। তারও একবছর আগে ২০০৩ সালে বের হয় অমিতাভ পালের গল্পগ্রন্থ রাতপঞ্জি।
আমজাদ সুজন রচনারাশি
লিটলম্যাগরিভিয়্যু
- মধ্যনগরে বঙ্গাব্দবরণ ১৪৩২ || বিমান তালুকদার - April 18, 2025
- অতি সাধারণ ঋণ বা ন্যানো ক্রেডিট || হুমায়ূন আকাশ - April 17, 2025
- গাজায় মৃত শিশুর ভর্ৎসনা || মোহাম্মদ জায়েদ আলী - April 12, 2025
COMMENTS