কার গান কে গায়

কার গান কে গায়

শেয়ার করুন:

আমার বন্ধু মহাজাদু জানে
এই গানে
একটা সাজ্জাদ নূর যতটা মাতোয়ালা আনে
একশ একাশিটা হাবিব ওয়াহিদ সেইখানে
একলগে প্যাড পিতপিতি ভুবুজেলা বাজায়া গাইলেও খোদা জানে
সেইটা গান নয়
হাবিব ওয়াহিদের ক্লাবস্যং হয়

তা, ক্লাবস্যঙেরও দরকার আছে
একটা পানাপুকুরে যেমনটা নাচে
একুশ প্রকার মাছের ঝাঁকায় বালিয়াগড়া মাছে

এই রকমটাই মনে হয়, হাবিব ওয়াহিদ, আমার কাছে

অ্যানিওয়ে, সেইটা না-হয় না বলে
এই জায়গায় কাট-টু করতে হলে
বেরাদর-এ-আলা, খারাপ পাইতে পারেন আমারে
এই কোকাকোলাবাজারে
কে আর আওকাতের ধার ধারে

মেহেরনিগারি শানশওকাতের উৎসারে
অ্যাজেন্সি আর মাদারি মিডিয়াগুলা
আড়াইআংলা
লাফায়
থার্টিকে থেকে স্টার্ট হয়া থার্টি মিলিয়ন পারায়
অ্যান্ড ইট’স্ অ্যা ম্যাসিভ থিং

হিং টিং হিং টিং হিং টিং হিং…

পিরিতের ডুরি লাগায়া আলগা থাকি টানায়
হাবিব ওয়াহিদের গলায় সাতজনমেও না-সম্ভবায়
সাজ্জাদ নূরের গলায় যেইটা বামা হাত-কা খেইল

মুরদ নাই একতিল
মুখেচোখে এক্সপ্রেশনে দেওয়ানা দরদি ফিল
দশাসই একটা  থাউজ্যান্ড হর্সপাওয়ারের জিনিশ
নিমর্দায় তার গলায় নিয়া বানাইসে বেকার ফিসফিস
দশাসই একটা গান
হতচ্ছাড়ার হাতে পড়ে হয়ে গেসে বেকার বড়লোকি বিয়াবাড়ির ফান

ধুম মাচান
আইটেম
হাবিব ওয়াহিদের দুইদশকের নেম অ্যান্ড ফেম
ফার্সির লগে ব্লেন্ড করে বের করা
তাতে আধিক্য শুধু শর্করা
আর সস্তা প্যাডের আওয়াজ
সঙ্গে রিকশাআর্টের রঙচঙ ও অহেতু মন্তাজ
অতিশয় প্রেডিক্ট্যাবল ফর্ম্যাট কোকস্টুডিয়ো বাংলার
হলেও, খুশির খবর, বয়কটদশা কাটিয়ে ফিরেছে আবার
আর তাদের রয়েছে পেইড রিসার্চার
প্রোজেক্ট একেকটা লাখো কোড়োর টাকার

পয়সাওয়ালারা না গাইলে কে রেস্কিয়্যু করবে এই নিধুয়া বাংলা গান!

সো, কোকস্টুডিয়ো মহান
সস্ত্রীক অর্ণব ও টোয়েন্টিফাইভপ্লাস মিলিয়ন বঙ্গসন্তান
বঙ্গে জন্ম সুবাদে সইতে হয় মাহফুজুর রহমান আর হাবিব ওয়াহিদের মুখব্যাদান
মুক্তবাজার সংগীতকারদের মেধাপ্রদর্শনীর মচ্ছবে
একটা মানুষিক হিম্মতের গলার আবির্ভাবের অপেক্ষায় আমরা সবে
সেই গলাটা আর কাণ্ডজ্ঞানসম্পন্ন সেই মিউজিশিয়্যানটা আসবে কবে
কে জানে

সমানে
দেড়টাকার ছাগলের কাছে প্যাশনেইট বাগানমালি
পরাস্ত হবে খালি
কিচ্ছু করার থাকবে না তাতে তোমার বা আমার

এ-ই, ইন ব্রিফ, ইতিহাস বাংলার
তথা তার গানবাজনার
তথা গানমুৎসুদ্দি ও সংগীতফড়িয়ার
ইয়ে হ্যায় কার্পোরেট মিউজিক কানোশিয়ার
মাই ডিয়ার
চলতেসে যা বাস্তুভূমে
শয়নে স্বপনে জাগরণে ঘুমে
ডেকে ডেকে হয়রান যারে
রেইনি সিজনের মুষলধারে
কে আর পায় তারে
যে কানা সে কানাই রয় এ ভবসংসারে
কার গান কে গায়—

সাজ্জাদ নূর আর খোয়াজ মিয়ার গান পপার্টিস্ট ফেরদৌস ওয়াহিদের ডিস্কো পুয়ায়।

জাহেদ আহমদ সেপ্টেম্বর ২০২৫


গানপারে কোকস্টুডিয়ো

জাহেদ আহমদ
Latest posts by জাহেদ আহমদ (see all)
শেয়ার করুন:

COMMENTS

error: You are not allowed to copy text, Thank you