মনিকা বেলুচি : অ্যা লাইফ ইন সিনেমা — ফ্রম ইট্যালিয়্যান স্টার্লেট টু ইন্টার্ন্যাশন্যাল আইকন।
উপর্যুক্ত লম্বা লাইনটা বায়োভিত্তিক একটা বইয়ের শিরোনাম। সহজেই অনুমেয়, বইনামেই, বইটা আবর্তিত হয়েছে কারে কেন্দ্রে রেখে। এই বইটি লিখেছেন ডেভিড বি. কার্টিস। বইটি কিন্ডেল এডিশনে অ্যাভ্যাইল্যাবল। অ্যাম্যাজনে, এবং অন্য কতেক জায়গাতেও, এইটা পাওয়া যাচ্ছে।
সিনেমার কালানুক্রমিক তথা কালান্তরের ইতিহাসে এমন কতিপয় নাম আমরা পাই যেই নামগুলার ভার, ধার ও ব্রাইটনেস খোদ সিনেমার চেয়ে অনেক অনেক বেশি। হীরাদানার মতোই ঝিকমিকায় সেই নামগুলা। মনিকা বেলুচি ঠিক তেমন একটা নাম, যার নাক্ষত্রিক ব্যক্তিত্বচ্ছটা হার মানায় নীহারিকারাজিরেও। মনিকার সিলভার স্ক্রিন জার্নিটা আদৌ দুই-দশপাতায় এঁটে উঠবার মতো নয়। এক এক মহাআখ্যান। রূপালি পর্দায় মনিকার জয়যাত্রা আদতে ট্যালেন্ট, বিউটি আর টাইমলেস এলিগ্যান্সের মিশ্রিত যৌগ।
জন্মেছেন তিনি ইট্যালির নয়নাভিরাম ল্যান্ডস্ক্যাপে। এক ইয়াং ইট্যালিয়্যান স্টার্লেট থেকে ইন্টার্ন্যাশন্যাল আইকন হয়ে ওঠার যাত্রাটারে এক্সট্রাঅর্ডিন্যারি বললেও কমিয়েই বলা হবে। এই বায়োগ্র্যাফি আপনাকে নিয়ে যাবে স্পেলবাইন্ডিং এক পাঠপরিস্থিতির ভিতর দিয়ে। এই বই খতম দিয়ে সেরে আপনি জানতে পারবেন মনিকার জীবন, ক্যারিয়ার এবং ফিল্ম ও ফ্যাশন প্রভৃতি শোবিজভুবনে বেলুচিজির অবদান কোথায় আর কতটুকু।
শুরুর দিককার কিছু প্রভাবান্বিত পর্দাহাজিরার অব্যবহিত পরেই ইট্যালিয়্যান সিনেমায় বেলুচির পোক্তা আসন হস্তগত হয়। ‘ম্যালিনা’ থেকে ‘ম্যাট্রিক্স’ সর্বত্র মনিকার অনবদ্য অবিসংবাদিত উপস্থিতি। ডিসপ্লে দেখতে পাই মনিকার অভিনয় এবং চরিত্র ধরবার ভার্স্যাটিলিটি ঠিক কতটা বিহ্বলকর। সিনেমায় এবং মঞ্চে তিনি সমান তালে কাজ করে গেছেন দীর্ঘকাল। বহু জন্রার বহু ভাষার সেইসব কাজ।
মনিকা খালি ফিমেইল অ্যাক্ট্রেস বা পার্ফোর্মার মাত্র নন, তিনি ইট্যালির একজন কালচারাল অ্যাম্ব্যাস্যাডারও বটে। একজন অভিজ্ঞ অভিনয়শিল্পীর মর্যাদা কোন স্তরে গেলে পরে এতটা আইকনিক হয়ে যান তিনি, তা তো বলা বাহুল্য। বছর বছর রেড কার্পেটে এই শিল্পীর হাঁটা ছাড়াও স্বনামখ্যাত প্রসাধন ব্র্যান্ডগুলার লগে বেলুচির কন্ট্র্যাক্ট উনারে একটা ফ্যাশনআইকন করে তুলেছে। নারীর ক্ষমতায়ন ও সাংস্কৃতিক রূপবৈচিত্র্য লয়া তার কাজকর্ম উল্লেখযোগ্য।
‘মনিকা বেলুচি : অ্যা লাইফ ইন সিনেমা — ফ্রম ইট্যালিয়্যান স্টার্লেট টু ইন্টার্ন্যাশন্যাল আইকন’ আপনাকে একজন গ্লোব্যাল পার্সোনালিটির লগে মুসাফা করিয়ে দেবে কার্যকরভাবে। এই বই ইট্যালিয়্যান ল্যাঙ্গুয়েজ থেকে ইংরেজিকৃত। মনিকাভক্তরা ছাড়াও সকলেই পছন্দ করবেন বইটা, আশা ব্যক্ত করা যায়।
গানপারে মনিকা
গানপার বইরিভিয়্যু
- ভিক্টোরিয়া অ্যামেলিনা ও যুদ্ধদিনের ইউক্রেনীয় কবিতা || জয়দেব কর - February 17, 2025
- মাসুম পারভেজ : কবি, কাব্যগ্রন্থহীন || সরোজ মোস্তফা - February 7, 2025
- ছত্তার পাগলার সন্ধানে আহমেদ স্বপন মাহমুদ ও সরোজ মোস্তফা - January 28, 2025
COMMENTS