পুলিৎজার পুরস্কার ২০২৪

পুলিৎজার পুরস্কার ২০২৪

শেয়ার করুন:

দুইহাজারচব্বিশের পুলিৎজার পুরস্কারের ফিকশন বিভাগে পুরস্কৃত হয়েছে জেইন অ্যান ফিলিপস-এর লেখা ‘নাইট ওয়াচ’। জেইন একজন আমেরিকান নভেলিস্ট।

ইবোনি বুথের লেখা ‘প্রাইমারি ট্রাস্ট’ নাটকটি এবং ইতিহাসগ্রন্থ হিশেবে জ্যাক্লিন জোন্স-এর লেখা ‘নো রাইট টু অ্যান অনেস্ট লিভিং’ বইটি পুরস্কৃত হয়েছে।

সব মিলিয়ে মোট তেইশটি বিভাগে দেয়া হয়েছে এই পুরস্কার।

নিউজডেস্ক, গানপার

গানপার
শেয়ার করুন:

COMMENTS

error: You are not allowed to copy text, Thank you