সংকলনের দ্বিতীয় মুদ্রণ ও সম্পাদকের আক্ষেপ

সংকলনের দ্বিতীয় মুদ্রণ ও সম্পাদকের আক্ষেপ

শেয়ার করুন:

 

ভাবি কী আর হয় কী! ভাবতে পারি নাই লেখক ফয়জুল ইসলামের হাতে এই বই কোনোদিনই আর পৌঁছাতে পারব না। উফ! কত অসহায় এই অবস্থা! কতই-না মর্মবিদারক! উনি জানতে পর্যন্ত চান নাই কেন বা কোথায় ছাপানোর জন্য গল্প চাইছি। কতটা আস্থাভাজন হলে এ-রকম অন্ধত্ব পাওয়া যায়? পরে অবশ্য জেনেছিলেন লেখক মনি হায়দারের সঙ্গে যোগাযোগের সূত্র ধরে।

বাংলা একাডেমি থেকে ‘বাংলাদেশের গল্প নব্বইয়ের দশক’-এর দ্বিতীয় মুদ্রণ এবং দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হলো। নতুন করে চারজন লেখককে অন্তর্ভুক্ত করা হয়েছে। এঁরা হলেন ফয়জুল ইসলাম, আনোয়ার শাহাদাত, মানস চৌধুরীজিয়া হাশান

হয়তো অলখে রয়ে গেল আরও অনেক উত্তম লেখক। আমি তাদের নাম-সাকিন জানি না বলে সম্পাদনার সমস্ত ব্যর্থতার দায়ভার নিজের কাঁধেই রাখছি। নতুন করে যারা যুক্ত হলেন তাদের গল্পগুলি মন জুগানিয়া ও জাগানিয়া। গ্রন্থভুক্ত কথাসাহিত্যিকদের লেখককপি হাতে তুলে দিবেন মনি হায়দার

বাংলা একাডেমির সেলস সেন্টার থেকে সুলভ মূল্যে বইটি পাঠক পেয়ে যাবেন। যারা ৩০টি গল্প এক-মলাটে পড়তে চান, তাদের জন্য অগ্রিম ঈদ মুবারক।

পাপড়ি রহমান ২১ মার্চ ২০২৫


গানপারে পাপড়ি রহমান

শেয়ার করুন:

COMMENTS

error: You are not allowed to copy text, Thank you