পেনেলোপি স্পিকিং

পেনেলোপি স্পিকিং

অ্যাওয়ার্ড পাওয়াটা ভালো জিনিশই, ইন্ডাস্ট্রির কলিগ আর বন্ধুবান্ধবদের লগে বেশ অনেকদিন বাদে দেখসাক্ষাৎ হয় অ্যাওয়ার্ড সেরিমোনিতে যেয়ে। এক-ধরনের রিইউনিয়নের মতো ঘটনা ঘটে এইসব পুরস্কারটুরস্কারের সুবাদে।

যেদিন থেকে এই ফিল্মি ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করেছি সেদিন থেকেই মিথ্যা আর গুজবের এন্তার কায়কারবার নিজের এককান দিয়া শুনছি আরেককান দিয়া বাইর করে দিচ্ছি। সতেরো বছর বয়স থেকেই দেখে আসছি মিডিয়ায় মিথ্যাচারের মজমা। রাগ হতো খুবই যখন দেখতাম ম্যাগাজিন খুলেই আমার ছবি, যেখানে একটা মোটরবাইকে চেপে বসে আছি আমি এবং ছবির লগে হেডলাইনে লেখা আমি নাকি নেক্সট মান্থেই বিয়া করতে চলেছি।

আমার আছে একটা শক্তপোক্ত ব্যক্তিত্ব এবং আমি যা ভাবি তা-ই বলি।

অ্যাম্বিশন বলতে একটাই আমার, হ্যাপি হতে চাই আমি।

যখন কোনো ম্যুভির কাজ শুরু করি আমি, মহরতের দিনে নিজেরে এখনও একটা প্যাঁকপ্যাঁকে হাঁসের মতো মনে হয়।

স্পেনে, আমার দেশে, অভিনেত্রীরা বুড়া বয়স পর্যন্ত অভিনয় করে যেতে পারে, প্ল্যান বলতে আমার আপাতত এইটাই। আমি অভিনয়টাই চালিয়ে যেতে চাই বুড়া থত্থুরা হয়েও।

চয়ন, সংকলন ও অনুবাদন : বিদিতা গোমেজ

… …

বিদিতা গোমেজ

পরের পোষ্ট
আগের পোষ্ট

COMMENTS

error: You are not allowed to copy text, Thank you