দ্বিজা

দ্বিজা

 

আবার ঘুমঘন ভোরবেলায়
আবার পানাপুকুরের সিঁড়ি
আবার ফুলবাগানের বেড়ায়
আবার ফড়িঙের তিড়িবিড়ি

আবার বৃষ্টিশেষের শীত
আবার পাতাবাহারের ঝোপ
আবার সুরমাপারের গীত
আবার মাছের বড়শিটোপ

আবার ঘুমভাঙা চায়ে বিস্কুট
আবার স্নেহকুশলের অনুনয়
আবার মায়ার আঁচলখুঁট
আবার নিভন্ত সংশয়

আবার মুর্গির ঘরে খাবার
আবার গাইগোরুদেরে ঘাস
আবার কাপড়মেলার তার
আবার আঙিনায় টেঁপিহাঁস

আবার অড়বরইয়ের পাতা
আবার নারিকেলগাছে ঝড়
আবার অক্ষরভরা খাতা
আবার আষাঢ়পানির তোড়

আবার কাঁসাপিতলের রোদ
আবার কাকাতুয়া হাসিফুর্তি
আবার অনর্থ প্রতিশোধ
আবার মিতা পাতানোর মূর্তি

আবার সর্বংসহা মাটি
আবার কুমোরবাড়ির ভিটা
আবার শঙ্খজ সন্ধ্যাটি
আবার সকরুণ সংহিতা

আবার লাউয়ের লতায় ফুল
আবার শিমশিশিরের মাচান
আবার অপত্য উন্মুল
আবার সব্জিস্নিগ্ধা প্রাণ

আবার একচুড়িপরা হাত
আবার কোরা শাড়িটির পাড়
আবার নতসুরে তেলাওয়াত
আবার ঝিমধরা বাঁশঝাড়

আবার ছুটিতে মাতুলালয়
আবার লটকনে চালতায়
আবার ভাবনায় বরাভয়
আবার নিমছায়া ঘাটলায়

আবার তোমার মুখচ্ছবি
আবার তোমার নয়নপাত
আবার পড়াশোনা মুলতবি
আবার বর্তনে মাখা ভাত

আবার ফিরে এসো তুমি চাকা
আবার হৃদয়ে প্রেমের শীর্ষ
আবার দুধের পেয়ালা রাখা
আবার শীতলপাটিতে বিশ্ব

আবার মায়াবী জন্তু তুমি
আবার অসহ্য ভালোবেসো
আবার জননী জন্মভূমি
আবার আত্মজা হয়ে এসো

আমার জননী জন্মভূমি
আবার আরেকটাবার তুমি…
২০১৭

জাহেদ আহমদ

জাহেদ আহমদ

Support us with a click. Your click helps our cause. Thank you!

COMMENTS

error: You are not allowed to copy text, Thank you