অনেককাল তোমার কেটে গেছে মাবুদ মন্দিরে মসজিদে
এখন সময় এসেছে মাবুদ তুমি ফিরে এসো অন্তরে
পারওয়ারদিগার / প্রাপ্ত বয়স্কের নিষিদ্ধ ১৯৯৬
গত ৪৮ ঘণ্টা এই ‘মুসলিমদের জন্য সুসংবাদ’ পোস্ট ও ভিডিও ভাইরাল হয়েছে ফেইসবুক সহ ইউটিউবে। কোনো দেশি, বিদেশি বা আন্তর্জাতিক সংবাদসংস্থা এই ‘গুরুত্বপূর্ণ’ খবরটি এই অব্দি না পেলেও বাংলাদেশের এই হুজুর পেয়ে গেছেন তার ‘গায়েবি অলৌকিক’ ক্ষমতাবলে মাশাল্লাহ!
পোস্ট ও ভিডিওটি দেখে লক্ষ লক্ষ বাংলাদেশের ‘ধর্মপ্রাণ মুসলমান’ ইহা ‘ইসলামের বিজয়’ বলে ‘আলহামদুল্লিলাহ’ ‘আল্লাহহুআকবার’ সহ অনেক জিহাদি ধ্বনি দিয়ে এক অপরেকে ‘মুবারকবাদ’ জানাচ্ছেন। এমনও বলা হচ্ছে লক্ষ লক্ষ হিন্দু দিল্লির মসজিদের সামনে দাঁড়িয়ে ‘হাতজোড় করে’ মুসলমানদের অনুরোধ করছে তারা যেন আল্লাহর কাছে দোয়া করেন করোনা থেকে মুক্তি দিতে। বাহ! তার মানে ভারতীয় হিন্দু উগ্রবাদী শক্তি কী এতটাই বোকা? গোঁড়া হিন্দুত্ববাদী বিজেপি কী চুপচাপ বসে তামাশা দেখছে?
প্রশ্ন হলো মক্কাতে যে লকডাউন হয়েছিল এবং কমবেশি বাংলাদেশ সহ সারা বিশ্বে অনেক মুসলিম বা মুসলিমপ্রধান দেশে মুসলমানরাও মারা যাচ্ছেন — তার অর্থ কী ‘ইসলামের পরাজয়’? আচ্ছা, একটু উল্টোভাবে বিষয়টা চিন্তা করি : যদি বাংলাদেশের সরকার সকল মসজিদ বন্ধ করে দিয়ে কেবল মন্দির খোলা রাখে, তাহলে আমরা কী বলব?
স্টুপিডিটিরও একটা সীমা আছে। আমাদের সমস্যা হচ্ছে হুজুররা দাড়িটুপি ঝাঁকিয়ে যা-কিছুই বলে তা-ই অনেকেই ‘সত্য’ বলে বিশ্বাস করে। জাতিগতভাবে আমরা কী-পরিমাণ হিতাহিত জ্ঞানশূন্য হয়ে যাচ্ছি তা এসব উস্কানিমূলক ও বিদ্বেষপূর্ণ ঘটনাগুলাতেই পরিষ্কার।
একটি অতি পরিচিত জঙ্গিগোষ্ঠী এবং তাদের চিহ্নিত শিক্ষিত বা ‘শিক্ষিত মূর্খ’ সমর্থকরা বিভিন্নভাবে উঠেপড়ে লেগেছে এই প্যান্ডেমিকে একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর — যেমনটি তারা মার্চ মাস থেকেই চেষ্টা করে যাচ্ছে। আমার মনে হয় সরকার, রাষ্ট্র সহ জনগণ প্যান্ডেমিকের সচেতনতা ছাড়াও এই বিষয়ে সচেতন থাকা অতিপ্রয়োজনীয়।
প্রথম কাজ যেটা আমি দাবি জানাচ্ছি তা হলো এই হুজুরকে ডিজিটাল সিক্যুরিটি আইনের আওতায় গ্রেফতার করা ও সকল মিথ্যা ইউটিউব চ্যানেল বন্ধ করা!
পল্লবী, মীরপুর ।। ৩০ এপ্রিল ২০২১
- Take a break folks and read this book - April 7, 2025
- Muchkund Dubey and Hindi translation of Fakir Lalon Shah’s work || Mac Haque - March 30, 2025
- Are we ready for Khilafa E Bangal? || Mac Haque - September 5, 2024
COMMENTS