মে মাসের দুই তারিখে সংবাদপত্র আসে না। তাই কোথাও ছাপা হয় না যে, আজ সত্যজিতের জন্মদিন।
অনেকেই নিশ্চয়ই তারপরও মনে রাখে। মনে মনে স্মরণ করে। সত্যজিতের কাছে আমাদের ঋণ আছে, মমতায় ভালোবাসায় তিনি অনেকেরই হয়তো কাছের মানুষ।
গতবছরে অবাক হয়ে আবিষ্কার করলাম, Stephen Daldry নামের আরেক সিনেমাঅলার জন্মদিনও এই ২রা মে। Reader নামের সিনেমাটা তারই। তার বানানো Extremely Loud & Incredibly Close (2011) সিনেমাটা আমার আরেকটা খুব প্রিয় সিনেমা। এই সিনেমাটাতেই শুনেছিলাম, ছেলেটি বলছে, তার বাবা যে তাকে কখনোই ছোট বাচ্চা মনে করেনি, তার বাবার সবচেয়ে মজবুত দিক এটা।
Extremely Loud & Incredibly Close এটা একটা আনন্দমাখা সিনেমা। দুঃখ যে আনন্দের মধ্যেও নিয়ে আসে, বড় বড় দূরের ঘটনা যে ছোটজীবনকে উথালপাথাল করে দেয়, তার মধ্যেও যে জীবন বড় হয়েই আমাদের সামনে এসে দাঁড়ায়, এইসব নানা কথা মনে করিয়ে দিয়েছে এই সিনেমাটা।
এই ২রা মে সত্যজিতের দিন, সিনেমার দিন।
প্রখর ধীশক্তির মেজাজী এই সত্যজিৎ রায়কে যেন আরো ভালো করে চিনে নিতে পারি, আরও কাছে কাছে থাকা যায় যেন তার, এই-ই ইচ্ছা, মনের ভেতরের, বাইরে এলেও ক্ষতি নেই।
… …
- সত্যজিতের দিন || ইফতেখার মাহমুদ - May 5, 2019
- টিভিপ্রিয় ছোটবেলায় কারেন্টের লুকোচুরি || ইফতেখার মাহমুদ - February 8, 2019
- ভালো অন্তর ও গানের গলা || ইফতেখার মাহমুদ - December 22, 2018
COMMENTS