ঋতি ।। কবির নিশান, কবিতার প্রগতি ।। সম্পাদক : ফজলুররহমান বাবুল ।। ডিসেম্বর ২০২২
এ সংখ্যার প্রতিপাদ্য বিষয় হচ্ছে : ‘কেন লিখি / কেন লেখালেখি’। বিষয়টা নিঃসন্দেহে আকর্ষণীয়।
একজন লেখক কেন লেখেন বা লেখালেখি করেন এর অন্তর্নিহিত উপলব্ধিজাত ভাষ্য লেখকদের এক-একটা প্রতিবেদন থেকে ঋতিজুড়ে আবর্তিত।
ফজলুররহমান বাবুল স্বভাবচেতনায় কবি, ভাবুক। সাহিত্যপত্র সম্পাদন তাঁর নেশা। সহযাত্রী লেখক/কবির মনোভূমিতে কীসব শিল্পরস জারিত হয়, সেটা অবগাহন ও জারকরসে জারিত করার মুগ্ধ কৌশল বাবুলসত্তায় আবর্তিত। কাব্যযাত্রা ও কবিতাযাপনের মধ্য দিয়ে তিনি এক নিজস্ব গদ্যপথ তৈরিতে বদ্ধপরিকর। ‘ভাষামুখী নিবন্ধ’ সহ অনন্ত নিগার সুবাদে বাবুলচিন্তার বয়ান পাঠক ইতোমধ্যে লাভ করেছেন। সেই চিন্তাপ্রসূত বিষয়নিরিখ থেকে লেখকসত্তার সারাৎসার ঋতি নবম সংখ্যা।
তবে একটা কথা হয়তো বলা যায়, ‘কেন লিখি’ এই আপ্তবাক্যের জবাব কোনও লেখক পাঠককে দিতে প্রস্তুত না-ও হতে পারেন। ঋতিসম্পাদক অনেকটা লেখকদের বোধিসত্তায় এই জিজ্ঞাসাজাল ছুঁড়ে মেরেছেন। অনেকটা অবলীলায় লেখকভাষ্যে অতলস্পর্শী বয়ান পাঠক অনুধাবনের সুযোগ পাচ্ছেন। এখানেই সাহিত্য-শিল্পের মুনশিয়ানা। ঋতি এই কৃতিত্বের সফল মাধ্যম। ফজলুররহমান বাবুলকে শুভকামনা!
ঋতি। নবম সংখ্যা। পৌষ ১৪২৯। ডিসেম্বর ২০২২। সম্পাদক : ফজলুররহমান বাবুল, উত্তর মিরেরচর, বিশ্বনাথ ৩১৩০, সিলেট, বাংলাদেশ। দূরভাষ : +৮৮০ ১৭১১ ৩৩৭ ০০৯; ইমেইল : frbabul@gmail.com
কবি, গবেষক ও শিক্ষাবিদ ডক্টর আবুল ফতেহ ফাত্তাহ। ডিন, মানবিক অনুষদ, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, সিলেট
- মুহাম্মদ শাহজাহান : অগ্রন্থিত প্রস্থান - March 15, 2023
- বইয়ের খবর লেখকের জবানে / মুমূর্ষু খয়েরি রাত ও শিবু কুমার শীল - February 28, 2023
- মাসানোবু ফুকুওকা : এক তৃণখণ্ডের প্রতিরোধ || আহমদ মিনহাজ - February 28, 2023
COMMENTS