বাকি জিন্দেগি অভিনয় করে করে কাটায়ে দিতে পারলেই ভাল্লাগবে আমার, কিন্তু এইটাও আমি জানি যে এই কলাটা জীবনেরই কোনো মুহূর্তধাক্কায় আমার কাছ থেকে বিদায় নিয়া নিতে পারে। এইটা, মানে এই অভিনয়কলা, আমার কাছে এমন একটাকিছু যা আমি ভীষণ ভালোবাসি, সবসময় ভাল্লাগার জিনিশ এইটা, আবার এইটারে কেন্দ্র করেই জীবনটারে ঘুরপাক খাওয়াব এমনটা ভাবতে পারি না। আমার আরও অনেক ভাল্লাগার জিনিশ আছে।
আরেকটু ছোট পরিসরের আরও অনেক ডার্ক সিনেমায় অভিনয় করতে আমি আগ্রহী। ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম আমার এই কারণেই ভাল্লাগে। আমি ইমোশন্যাল দৃশ্যরূপ ভালোবাসি দেখতে। একটাকিছু নিয়া লড়ছে এমন মানুষগুলারে দেখতে ভাল্লাগে আমার। এইটা আর কিছু না, আমার ভিতরে এক জোরালো দৈত্য রয়েছে, একটা আত্মহারা আর সুখী ও অতিকায় আশাবাদী সেই দৈত্য।
চয়ন, সংকলন ও অনুবাদন : বিদিতা গোমেজ
… …
Latest posts by গানপার (see all)
- ভোটবুথ, ভূতভোট, বজরঙবলি ও বেবুন - November 26, 2024
- ক্বারী আমীর উদ্দিন সান্নিধ্যে সেদিন || তারেক আমিন - November 20, 2024
- পোয়েট ও তার পার্টনার - October 19, 2024
COMMENTS