মগবাজার থেকে ছোট্ট একটি কুরিয়ার পেলাম সকালে। শরীফ মল্লিক পাঠিয়েছেন। খুলে দেখি ৩০ পৃষ্ঠার ছোট্ট কাব্যগ্রন্থ। কবি শরীফ মল্লিকের ছোট্ট কাব্যগ্রন্থের নাম ‘পঞ্চবটীর ছায়া’। পেপারব্যাকের অসাধারণ ছাপাছাপি। শামীম আশরাফ এই কাব্যগ্রন্থের প্রকাশক। পরম্পরা প্রকাশনী থেকে ২১ মে ২০২৫ সালে নান্দনিক এই গ্রন্থটি বেরিয়েছে।
কাব্যগ্রন্থটির পৃষ্ঠা উল্টাতে উল্টাতে মনে এক ধরনের শান্তি এল। প্রচ্ছদপৃষ্ঠায় তাকাতেই মন ভালো হয়ে গেল। কাব্যগ্রন্থের কভারপৃষ্ঠায় পুরো আয়োজনটিই যেন প্রকাশ পেল। কাব্যগ্রন্থের ভেতরে আমি মূলত কবির নিবেদন এবং দৃষ্টিটা খুঁজি। দৃষ্টি ছাড়া মানুষ কিছু দেখে না। না-দেখলে কিছু দেখানো যায় না, না-দেখলে সাধনা হয় না। সাধনা ছাড়া কবিতা হয় না। সাধনার মাধ্যমেই জগতের সবকিছুতে আচ্ছন্ন হওয়া যায়। সময়ের পরিসরে জগৎ জীবন সম্পর্কিত অভিজ্ঞতায় আচ্ছন্ন থাকাই হলো কবিতা। আচ্ছন্নতার ভেতর দিয়েই জগতকে দেখতে হয়। কবিতা না-লিখেও অনেকেই আচ্ছন্ন থাকতে পারেন। আত্মজ্ঞানে এঁরা নিশ্চুপভাবে জগতকে দেখতে পারেন। জগতের বাতাসে ভেসে যায় এঁদের নির্মল অনুভব ও উক্তি।
কাব্যগ্রন্থের উচ্চারিত রূপ দিয়ে কবি ও কবিতা আমাদের আচ্ছন্ন রাখে। কবি ও কবিতা আমাদের ভাত দিতে পারে না কিন্তু আচ্ছন্ন রাখতে পারে। মনের ভেতরের হাহাকারকে মুছে দিতে পারে। কথা না-বলা নদীর মতো কবিতা প্রত্যেকের ভেতরে বাহিত হতে থাকে। ২০২৫-এ হয়তো পঞ্চবটীর ছায়া প্রায় অসম্ভব। কিন্তু পঞ্চবটীর যে বিশালতা—সেই বিশালতা আমরা নিশ্চয়ই অনুভব করতে পারি। কবিতাগুলোর ভেতরে চিরসুন্দরের আয়োজন আছে, শান্তি আছে, সমকাল ও সমাজকে জিজ্ঞাসাও আছে।

শরীফ মল্লিকের সাথে মনে হয় না কোনোদিন কথা হয়েছে। পরিচয়হীন একজন কবির কবিতা পড়ে খুব ভালো লেগেছে। কবিতা সেই শব্দশিল্প, যার মাধ্যমে আত্মজীবনের ছোট ছোট চিহ্নকে সাদা পৃষ্ঠায় রেখে দেয়া যায়। সেই পৃষ্ঠাগুলিই মানুষকে, সময়কে আচ্ছন্ন করে।
অসাধারণ এই কাব্যগ্রন্থটি প্রকাশ করার জন্য প্রকাশক শামীম আশরাফকে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। কবির প্রতি আমাদের এই ভালোবাসা আদিহীন অনন্ত। বন্ধুরা, আসুন, কবির দুটি কবিতা পড়ি :
পাথর নিক্ষেপ
আমি তো সেই কবে থেকেই
পাথর নিক্ষেপ করি নিজের দিকে
যখন জেনে গেছি এক শয়তান
বাস করে আমার ভেতর।
আরোপিত সন্ধ্যা
রাত্রি গভীর হয়েছে
চুরি হয়ে গেছে নির্জনতা
এই যে হেমন্ত, বসন্ত এবং শীতকাল
সবকিছু অচেনা লাগছে আজকাল।
সবকিছুই অচেনা
যেন আরোপিত সন্ধ্যা
রাত্রি…
এবং আমাদের জীবন।
সরোজ মোস্তফা ২৪ আগস্ট ২০২৫
সরোজ মোস্তফা রচনারাশি
গানপার বইরিভিয়্যু
- জীবন জানাবোঝার এই অনাড়ম্বর আয়োজন || সরোজ মোস্তফা - October 23, 2025
- রকিব হাসান : অকাল প্রস্থান - October 16, 2025
- সৈয়দ মনজুরুল ইসলাম : এক সাহিত্যিক ও সমাজশিক্ষক || সরোজ মোস্তফা - October 13, 2025

COMMENTS