এ-ই কী মুহূর্ত?
হোক বা না, আমার আর উপায় নাই
কোপ-আপ করবার
দুইদিনের সংসার
হুদাহুদি বিফাইবড়াই
মৃত্যুবরণ, মনের বেদন, রোম্যান্টিসিজম
অমর হইতে বেজায় ইচ্ছুক গল্পের অরিন্দম
কহিলা আনন্দে —
হ্যাঁ গা, প্রাণ(ও)বন্ধে!
এইসব ভুলিয়া, আইসো, পরস্পর পিঠচুলকাই
লিটমার্কেটে প্রেজেন্ট করি লিটারারি প্রোডাক্টের পসরা
সাধনায় স্মিত রই চিত্তহরণকরা
ম্যাগজিন খালি করি লিখে এবং শখে
প্রেমের ছররাবাজি মিস্টিক মশল্লামিশানো কবিতার স্টকে
বেফানা সার্কুলেশন
বড় হবার এইটাই সহি রাস্তা
খোদা না খাস্তা
বাতিলি রাস্তায় সেন্স থাকতে কে আর যাইতে চায়?
মেনে নাও, যদিও কুন্তা আসে যায় না তোমার মানা না-মানায়
সিস্টেম তোমায় পাকড়াও করবেই
সিস্টেম দ্য সুপ্রিমের কব্জা থেকে রেহাই পেয়ে যেই-সেই
গিয়া পাবা আরেক সিস্টেমের দেখা
তারচেয়ে এরেই ভোট দাও, খাওদাও, রঙ খেলাও, একা
আর পড়তে বসো মোহাম্মদ রফিকের আত্মরক্ষার প্রতিবেদন
লক্ষিন্দরেরে ক্যাম্নে সেইভ করে বেহুলা
জানতে হলে পায়ের আঙুল থেকে গলা
সাপের বিষে না-ডুবায়াও অধ্যয়নে জ্ঞানার্জন হয়
লেখকের কাজ কবির কাজ লকলকা আগুনে ঝাঁপানো নয়
আগুনে আত্মাহুতির অভিনয়
এই নিদানিমাদানি দিনে একবার
যদি শিকে ছিঁড়ে ন্যাশন্যাল অ্যাওয়ার্ড, লোক্যাল পুরস্কার
জুটে যায় — কে ঠ্যাকায় —
আল্লায় যদি চায়?
আরেকটু যদি লিফট চাও তো মরিশাসে দেড়হপ্তা ম্যাসাজমাস্তির ভ্রমণ
দুঃসময়ে দেশবিদেশে বেস্ট হয় আকাশবেড়ন, উড্ডয়ন, উদ্বাহু ঊর্ধ্বারোহন
বাইরে তো নয় কেউ — পত্নীপুত্র, ঘরদোর, সুরম্য সংসার
বেঁচে আছি — বেঁচে থাকা আদৌ যদি বলা যায়
এইটারে
তা-না-না-না না-রে না-রে না-রে …এই বিষণ্ণ সুরমায়
যেম্নে বাঁচিয়া আছি
দিনশেষে একটা চাকরি, ইনক্রিমেন্ট, পদায়ন, প্রোমোশন
ফুকটে যেটুকু রুজিরোজগার করি ইনকামট্যাক্স অ্যাজেন্সির হাওলায় দিয়া বাঁচি
নিজের বলতে আর রইল কই?
নির্বাচনে খাড়ায় দেখি নীল কাঠুয়া, লাল রুই
আমি কী বাল আঙুল চুষব!
অতএব, লুটব
বক্তৃতায় সেলাম ঠুকব
জয় বাবা অ্যাডমিন
যদিও অবস্থা সঙ্গিন
ব্যাংকের অ্যাওয়ার্ডটা এইবারও বুঝি ফসকায়!
ডেপুটি সেক্রেটারিই সহায়
ডিজি — ডিরেক্টর জেনারেল
উনার নিজেরই হয় নাজেল
যখনতখন যত্রতত্র পঙক্তিগুচ্ছ পথেঘাটে
মাজারে মন্দিরে মাঠে
ক্যান্ডিডেইট উনি নিজে অ্যাওয়ার্ড কয়েকটার
তবু উনারেও তোয়াজতালিকায় রাখা দরকার
কোনোদিকেই রাখা যাবে না সাবধানের মার
কবিতায় সিদ্ধি তিন তুড়িতেই লভিবার নয়
মেন্নত দরকার হয়
পাইতে গেলে পেছনে ব্যানার
পাছায় চেয়ার
লিটলম্যাগের নিউজপেপারের ভিন্ন ভিন্ন ভঙ্গি
চিরসঙ্গী
বিজুলি-উজালা বাংলা সাহিত্যের তাগড়া ভ্রাতুষ্পুত্র
ধুন্দুরমুন্দুর করো সপ্রতিভ, স্বতঃস্ফূর্ত।
- স্বরচিত কবিতার অন্তর্গত অনুপ্রেরণা || হাসান শাহরিয়ার - January 24, 2025
- আর্কের হাসান ও নব্বইয়ের বাংলা গান - January 23, 2025
- শাহ আবদুল করিম : জন্মের শতক পেরিয়ে আরও একটা আস্ত দশক || ইলিয়াস কমল - January 20, 2025
COMMENTS