গ্রাসরুটসের গান, অনিয়মিত অসাহিত্যিক অবদমনাখ্যান ৪

গ্রাসরুটসের গান, অনিয়মিত অসাহিত্যিক অবদমনাখ্যান ৪

লিখলে তো অনেককিসুই লিখতে পারা যায়
লিখতে লিখতে একেকসময় বেমক্কা হাসি পায়
লিখতেসি কী কারণে ভেবে নয়
তিনটা পাঠকও নসিবে নাই নিসংশয়
লিখতে লেগে এদেশে কী আর পাঠকের দরকার হয়?

আমি নিজেই পাঠক আমার লেখার
আমিই নির্ধারণ করতেসি প্রাপ্যটা যার যার তার তার
আমার লেখায়
আমারে অ্যাওয়ার্ড না দিয়া অ্যাকাডেমি কীসের বালের মজ্জামেধায়
এতটা আপ্লুত?

দুইহাজারতেইশে অ্যাডমিন কর্তৃক আহূত
ভোটারদের মহামিলনের মেলায়
আমাদের বক্ষ্যমাণ গল্পের রাইটার
নিভৃতচারী নির্বিকার
গোবেচারা চাহনি সমেত মঞ্চকিনারায়
আসন গ্রহণ করেন কুমড়োপটাশ যুগ্মসচিবের পাশে

চেয়ারে বসে একটা ছারপোকাও শুঁড় ঢুকাতে ভালোবাসে
চেয়ারের পায়ায়
পিপীলিকারও তো ফৈর গজায়
বৃষ্টিথামা আনত সন্ধ্যায়
বিভাগীয় গর্দভদের গণ্ডজোড়া গান্ডুস্পট দেখতে পাই
কিংবা না-দেখে উপায় নাই
বিশ্ববেহায়াদের তুজুর্বাই
বিচিছাড়া ষাঁড়গুলার গলা বাজখাঁই
স্পিকারে ক্যারেক্টারলেস্ কবির নিভৃত বকবক
উনি গ্রাসরুটস্ তরুণ লেখক
ঘোষিতব্য সমস্ত পুরস্কারের জোর সম্ভাব্য প্রাপক
সরকারের খাতায় রেজিস্টার্ড ভোটবাহক
ডিভিডেন্ট চায়
পাঠকের মোচ্ছবমজমায়
মুখে কেবল কল্লোলিত মহাকাল… মহাকাল…

সুযোগসুবিধা না-পায়া তারা বাংলায় কেঁদে ভাসায় আকাশপাতাল।।

— জাহেদ আহমদ / ২০২৩


রিলেটেড রচনারা

গ্রাসরুটসের গান ৩
গ্রাসরুটসের গান ২
গ্রাসরুটসের গান ১
সাহিত্যমেলা নিয়া দু-চার কথা
জেলায় জেলায় বিভাগে বিভাগে সরকারি সাহিত্যমেলা
প্রশাসনের সাহিত্যমেলা আয়োজন ও বয়কটকারীদের অবস্থানপত্র

COMMENTS

error: You are not allowed to copy text, Thank you