বিপ্লবী সুধাংশু কুমার শর্মা (১৯০৮-১৯৩০ খ্রি.) ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামে শ্রীহট্টের বিপ্লববাদী আন্দোলনের সর্ববৃহৎ সংগঠন তরুণ সংঘের প্রথম শহিদ।
অসমসাহসী এই মেধাবী ছাত্রনেতা সুনামগঞ্জের জুবিলী হাই স্কুলের ছাত্র ছিলেন। বাড়ি ছাতক। স্কুলজীবনেই তিনি স্বাধীনতা সংগ্রামে জড়িত হন। তিনি ‘সুনামগঞ্জ তরুণ সংঘ’ নামের একটি সাংস্কৃতিক ক্লাব ও একটি পাঠাগার গড়ে তুলেছিলেন।
তাঁর লেখার হাতও ছিল অসাধারণ। ক্লাস নাইনে পড়ার সময় তাঁর সম্পাদনায় ‘সুনামগঞ্জ জুবিলী বিদ্যালয়’ নামে স্কুলম্যাগাজিন মুদ্রিত আকারে প্রকাশিত হয়। এটি কেবল সুনামগঞ্জে নয়, তৎকালীন আসাম প্রদেশের কোনো স্কুল থেকে প্রথম কোনো মুদ্রিত স্কুলবার্ষিকী।
১৯২৬ সালে প্রথম বিভাগে প্রবেশিকা পরীক্ষা পাশ করে তিনি সিলেটের মুরারীচাঁদ কলেজে ভর্তি হন। যোগ দেন বিপ্লবী গুপ্ত সংগঠন তরুণ সংঘে এবং হয়ে ওঠেন বৃহত্তর সিলেটের অপ্রতিদ্বন্দ্বী ও জনপ্রিয় ছাত্রনেতা।

আইন অমান্য আন্দোলনে অংশগ্রহণের কারণে তিনি গ্রেফতার হন এবং একতরফা বিচারে তাঁর ৪ মাসের সশ্রম কারাদণ্ড হয়।
জেলের ভিতরে কুখাদ্য খেয়ে অন্যান্য রাজবন্দীর সঙ্গে তিনিও কলেরায় আক্রান্ত হন। ভবিষ্যতে রাজনৈতিক আন্দোলনে অংশগ্রহণ করবেন না — এই মর্মে বন্ড দিলে তাঁকে মুক্তি দেওয়ার প্রলোভন দেখানো হয়। কিন্তু মৃত্যুশয্যায় থেকেও তিনি ঘৃণার সঙ্গে এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন।
১৯৩০ সালের ১৮ আগস্ট মাত্র ২২ বৎসর বয়সে এই কর্মচঞ্চল, দেশপ্রেমে উদ্বুদ্ধ, স্বাধীনতাকামী, প্রতিভাধর ছাত্রনেতার জীবনদীপ নিভে গেল।
- আরামকেদারা, ভূমি ও বাবার গান || কল্লোল তালুকদার - October 23, 2025
- ভেতরে বাইরে সর্বত্রই সর্বজনীন দুর্গাপূজা || কল্লোল তালুকদার - October 2, 2025
- আমার গ্রামিক মন আমার নাগরিক জীবন || কল্লোল তালুকদার - September 27, 2025

COMMENTS