বাংলাদেশের ছোটগল্পে সুমন রহমান এতটাই গুরুত্বপূর্ণ যে, তারে নিয়ে অনায়াসেই মাতামাতি করতে পারত আমাদের পাঠক সমাজ ও ‘গণমাধ্যম’। কিন্তু বাংলাদেশের গণমাধ্যমগুলো (আদতে গণমাধ্যমের মতো, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই নিরাপদ দূরত্বে থেকে গা বাঁচিয়ে চলা মাধ্যম) এই পথে হাঁটেনি। ফলে একটা সুবিধা হইছে। তা হলো, জনমানুষের প্রত্যাশা বা প্রত্যাশার চাপ তৈরি হয়নি। যেই চাপ আদতে জনপ্রিয় করে তুললেও মহান কিছু সৃষ্টির পথে অন্তরায়ও তৈরি করে। যেহেতু বাংলাদেশে মহান ও জনপ্রিয় কেবল হাতে-গোনা দুই/একটা বিষয় ছাড়া আর কিছুই নাই।
কিন্তু সুমন রহমান সম্পর্কে যে-কথা না বললেই নয় তা হলো, তিনি আরও গল্প লিখতে পারতেন। হয়তো লিখেনও, আমার মতো পাঠককূল জানে না। আজ সারাদিন তারে নিয়ে অনেক প্রশংসা পড়লাম। কিন্তু সমালোচনার জায়গায় উনারে কেউ কিছু বলতে দেখলাম না। আমি যতদূর জানি, তিনি প্রশংসা ও যৌক্তিক সমালোচনা সমান দৃষ্টিতেই বিবেচনা করেন। যা-ই হোক, আমারও আপাতত সমালোচনা কিছু নাই। কেবল আরও বেশি গল্প পড়ার প্রত্যাশা ছাড়া।
শুভ জন্মদিন সুমনভাই, শুভ জন্মদিন সুমন রহমান (Sumon Rahman)!
(ট্যাগ না করলে তিনি হয়তো দেখবেনও না, তবুও ট্যাগ করলাম না। ইচ্ছা করল না।)
ইলিয়াস কমল রচনারাশি
গানপারে সুমন রহমান
- বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান, আমাদের আতাভাই || বিমান তালুকদার - June 30, 2025
- উৎসব পুরাই ১ এর ক || কাজী ইব্রাহিম পিয়াস - June 29, 2025
- অনন্তযাত্রায় বাউল খোয়াজ মিয়া - June 28, 2025
COMMENTS