আস্তে-ধীরে পড়ে শেষ করলাম উমবের্তো একো-র ‘গোলাপের নাম (Name of the Rose)’। নিঃসন্দেহে খুব ভালো একটা গোয়েন্দাগল্প; গোয়েন্দাগল্প হিসেবে কিছুটা অভিনবও। কিন্তু, যে-কারণে এই বইটা বোদ্ধামহলে বিশেষ সাড়া ফেলেছে, তা হলো এর মেডিভাল প্রেক্ষাপট।
মেডিভাল ইউরোপিয়ান ক্রিশ্চিয়ানিটি সম্পর্কে ব্যাপক তথ্য-উপাত্ত আছে বইটাতে। তাছাড়া নানা দার্শনিক তকবিতর্ক আছে, যেগুলিও উপভোগ্য। পেশাগত দিক দিয়ে একো একজন মেডিভালিস্ট। পেশাগত সামর্থ্যকেই তিনি কাজে লাগিয়েছেন। কিন্তু, যারা তাঁর মতো মেডিভালিস্ট নন, তাদের কি আদৌ এত তথ্য জানার প্রয়োজন আছে?
হাজারও মনীষী ও তাদের লেখা বিচিত্র সব বইয়ের উল্লেখ আছে এখানে। পড়তে পড়তে মনে হলো তথ্যের আধিক্য দ্বারা পীড়িত হচ্ছি।
যিনি বইটা অনুবাদ করেছেন, তাকে ধন্যবাদ জানাতে হয় কষ্টসাধ্য কাজটি করার জন্য, যদিও অনুবাদটি সফল অনুবাদ নয়। ইংরেজিতে বইটা পড়লে হয়তো এর সঠিক মূল্য অনুধাবন করা সম্ভব।
আল ইমরান সিদ্দিকী রচনারাশি
গানপার বইরিভিয়্যু
- ভোটবুথ, ভূতভোট, বজরঙবলি ও বেবুন - November 26, 2024
- ক্বারী আমীর উদ্দিন সান্নিধ্যে সেদিন || তারেক আমিন - November 20, 2024
- পোয়েট ও তার পার্টনার - October 19, 2024
COMMENTS