ট্রুথ অ্যাবাউট উইম্যান অ্যান্ড ম্যান || ইমরুল হাসান

ট্রুথ অ্যাবাউট উইম্যান অ্যান্ড ম্যান || ইমরুল হাসান

দ্য ট্রুথ অ্যাবাউট ক্যাটস অ্যান্ড ডগস’ (The Truth About Cats & Dogs) ক্যাটাগরি হিসাবে একটা রোম্যান্টিক কমেডি সিনেমা।

এই সিনেমা একটা কমন অ্যাজাম্পশনরেই পোর্টেট করে যে, যে-মাইয়ার বুদ্ধি আছে শে সুন্দর হইতে পারে না; আর যে-মাইয়ার শরীরটা দেখতে সুন্দর, তার বুদ্ধিশুদ্ধি একটু কম। হ্যোয়ারঅ্যাজ, নায়কের এইরকমের কোনো সমস্যাই নাই। বুদ্ধিশুদ্ধি থাকলে আছে না-থাকলে নাই, চেহারা একটা হইলেই হইল, সে যে প্রেমে পড়ছে এইটাই মোটামুটি তার যোগ্যতা হিসাবে এনাফ। মানে, মাইয়াদের এইরকমের ইনফিরিয়োরিটি নাই না, থাকতেই হবে; আর আপনি নায়ক হইলে এইটা আপনার থাকা বা না-থাকার কোনো কোশ্চেনই নাই!

আরেকটা ব্যাপার হইল, সুন্দর লাগা বা না-লাগাটা একটা সার্টেন ডিস্ট্যান্সেরও ঘটনা। খালি-চোখের যেই ডিস্ট্যান্স সেইখানে এইটা দেখা যায় না, যখন কোনো পাওয়ারফুল লেন্সের ভিতর দিয়া দেখবেন তখন ইনার বিউটিটা আপনি টের পাইবেন। খালি-চোখে সেইটা দেখতে হইলে বার্গারে এক্সট্রা চিজের মতো এক-স্লাইস প্রেম লাগব। খালি-চোখের সুন্দর, দূর থিকা বা কাছ থিকা দেখার সুন্দরের চাইতে ক্যামেরার সুন্দরের ডিফ্রেন্স আছে। আর এইটাই সত্যি। আমার চাইতে আমার ইমেজই সুন্দর বেশি।

The Truth About Cats and Dogsতবে এইসব অপশনের মধ্যে সবচে সুন্দর হইল কালচারাল বিউটি; যে-মাইয়া সার্ত্রের কাছে লেখা সিমন দ্য বেভোয়ার চিঠি পড়তে পারে না আপনি তার সাথে সেক্স করতে পারবেন না, এইরকম না; শে-ই পারব না এই ইনফিরিয়োরিটি নিয়া সেক্সের মতো চূড়ান্ত বিষয়ে ডিসিশান নিতে! মানে, আপনি কি পাইলেন সেইটা না, শে আপনারে কি দিলো, সেই স্যাটিশফেকশনটা ত তারও থাকাটা দরকার। আর এইটা মাইয়াদের মনে আছে না, বরং থাকতেই হইব যে, শরীর ব্যাপারটা এনাফ ইন্টেলেকচুয়াল না!

ভালো ব্যাপার হইল যে, শরীর আছে বইলাই ফোনসেক্স করা যায়, খালি টেলিফোন থাকলেই হয় না, টেলিফোনের পিছনে আমাদের শরীর, শরীরে ভিতরে আমাদের ফিলিংস, এইসবকিছু মিলাইয়া অর্গাজম একটা টোটাল ব্যাপার! বাইনারির মানেই হইল ইটস পার্ট অফ অ্যা টোটালিটি, সামথিং ইক্যুয়াল টু ওয়ান; যেইখানে মাল্টিপ্লিসিটি হইল সবসময়-এক্সপান্ডিং-হইতে-থাকা একটা ইউনিভার্স, আর কলাপস করতেছে একটা ব্ল্যাকহোলে, মে বি ওইটাও একটা ওয়ান!

এইসব আজাইরা জিনিশ খেয়াল না কইরাও সিনেমাটা দেখা যায়; কারণ হোয়াটএভার দ্য বিউটি ইজ, লাভ, লাস্ট (lust) আর ডিজায়ার যে একই জিনিশ এই কনফার্মেশনটাই জরুরি আসলে, প্রেমের লাইগা!

 

Film Title: The Truth About Cats & Dogs ।। Released Year: 1996 ।। Genre: Romantic comedy ।। Duration: 1h 37min ।। IMDb Score: 6.3/10 ।। Director: Michael Lehmann ।। Stars: Uma ThurmanJaneane GarofaloBen ChaplinJamie Foxx ।। Music Score: Howard Shore

 

… …

COMMENTS

error: You are not allowed to copy text, Thank you