ধরিত্রীর নিকট প্রেমের চিঠি-১ :: সকল কিছুর প্রিয় মা || তিক নাত হান || ভাষান্তর : জয়দেব কর

ধরিত্রীর নিকট প্রেমের চিঠি-১ :: সকল কিছুর প্রিয় মা || তিক নাত হান || ভাষান্তর : জয়দেব কর

শেয়ার করুন:

প্রিয় পৃথিবী মা,
আমি আমার মাথা তোমার সামনে নত করি, কারণ আমি গভীরভাবে উপলব্ধি করি যে, তুমি আমার মধ্যে বিদ্যমান, আর আমি তোমারই অংশ। আমি তোমার মধ্য থেকে জন্ম নিয়েছি এবং তুমি সবসময় বিদ্যমান আছ আমার মাঝে।  আমার পুষ্টি ও বৃদ্ধির জন্য তুমি সকল প্রয়োজনীয় কিছুই আমাকে প্রদান করছ। আমার মা, আমার বাবা, এবং আমার সকল পূর্বপুরুষরাও তোমার সন্তান। আমরা তোমার বিশুদ্ধ বাতাসে শ্বাস নিই। তোমার স্বচ্ছ জল পান করি। তোমার পুষ্টিকর খাদ্য খাই। অসুস্থ হলে তোমার ভেষজ আমাদের সুস্থ করে তোলে।

তুমি সকল সত্তার জননী। আমি তোমাকে মনুষ্যনামে মা বলে ডাকি। আমরা জানি তোমার মাতৃময় স্বভাব বৃহৎ এবং মানবজাতির চেয়েও প্রাচীন। আমরা তোমার অসংখ্য সন্তানের মধ্যে সবচেয়ে নবীন প্রজাতির। পৃথিবীতে লক্ষ লক্ষ অন্য সকল প্রজাতির যারা বেঁচে আছে_অথবা বেঁচে ছিল তারাও তোমার সন্তান। তুমি কোনও ব্যক্তিবিশেষ নও, কিন্তু আবার তার চেয়ে কমও নও। তুমি গ্রহাকৃতির এক জীবিত সত্তা।

প্রতিটি জীবের আলাদা আলাদা নিজস্ব ভাষা আছে, তথাপি আমাদের মা হিসেবে তুমি আমাদের সকলের ভাষা বোঝো। আমার হৃদয়খোলা প্রার্থনায় তুমি আজ আমাকে বুঝতে পারো।

প্রিয় মা, যেখানেই মাটি, জল, পাথর বা বাতাস, সেখানেই তুমি আছ, আমাকে লালন-পালন করছ, আর করছ বিপুল জীবন দান। আমার শরীরের প্রতিটি কোষে তুমি বিরাজমান। আমার ভৌতিক শরীর, তোমার ভৌতিক শরীর। সূর্য ও নক্ষত্রমালা যেমন তোমার মধ্যে বিরাজমান তেমনি আমার মধ্যেও বিরাজমান। তুমি আমার বাইরে নও, আমিও তোমার বাইরে নই। তুমি শুধু আমার চারপাশ নও, তার চেয়েও বেশি কিছু।  তুমি আমার থেকে আলাদা নও—তুমি আমারই অন্তরাত্মা।

আমি প্রতিজ্ঞা করছি, সবসময় সচেতন থাকব যে, তুমি সর্বদা আমার মধ্যে এবং আমি সর্বদা তোমার মধ্যে বিদ্যমান। তোমার সুস্বাস্থ্য ও কল্যাণই আমার নিজের সুস্বাস্থ্য ও কল্যাণ। আমি জানি আমাদের উভয়ের শান্তিপূর্ণ, সুখী, স্বাস্থ্যবান ও শক্তিশালী হওয়ার জন্য, আমার মধ্যে এই সচেতনতাকে বাঁচিয়ে রাখা দরকার।

মাঝে মাঝে আমি ভুলে যাই। দৈনন্দিন জীবনের বিভ্রান্তি এবং উদ্বেগের দরুণ আমি ভুলে যাই যে, আমার শরীরটি তোমার শরীর, এবং কখনও কখনও ভুলে যাই যে, আমার নিজেরও শরীর বলতে কিছু একটা আছে। তখন আমি আমার শরীরের উপস্থিতি সম্পর্কে এবং আমার চারপাশে ও সাথে সাথে নিজের ভেতর এত সুন্দর গ্রহের উপস্থিতি সম্পর্কে অসচেতন থাকি। ফলে আমি তোমার দেওয়া মূল্যবান জীবন-উপহারকে যথাযথ লালন ও উদযাপন করতে অক্ষম হয়ে উঠি।

প্রিয় মা, জীবনের অলৌকিকতায় জেগে ওঠাই আমার গভীর ইচ্ছা। আমি নিজের জন্য, নিজের জীবনের জন্য এবং তোমার জন্য প্রতি মূহূর্তে নিজেকে উপস্থিত রাখার অভ্যাস গড়ে তোলার প্রতিজ্ঞা করছি।  আমি জানি, হে প্রেমময়ী মা, আমার সত্যিকারের উপস্থিতিই হলো সর্বোত্তম উপহার,  যা আমি তোমাকে দিতে পারি।


জয়দেব কর রচনারাশি
তিক নাত হান রচনারাশি

শেয়ার করুন:

COMMENTS

error: You are not allowed to copy text, Thank you