ভালোবাসা, আহমেদ রুবেল! || ইলিয়াস কমল

ভালোবাসা, আহমেদ রুবেল! || ইলিয়াস কমল

আহমেদ রুবেল ততটাই ভালো অভিনয়শিল্পী ছিলেন যার শতভাগ আমরা পাইনি দুইটা কারণে।

প্রথমত, আমাদের নির্মাণপদ্ধতিতে খুব ভালো অভিনয়ের সুযোগ থাকে না।
দ্বিতীয়ত, অনিয়ন্ত্রিত জীবনযাপন।

শিল্পীরা সাধারণত একটা সময় আর ব্যক্তির সম্পদ থাকেন না। জাতীয় সম্পদে রূপান্তর হয়ে যান। আহমেদ রুবেল তেমনই একজন হয়ে উঠেছিলেন। কিন্তু তা আমলে নেননি।

আহমেদ রুবেলকে ভালোবাসা।

আহমেদ রুবেল : নায়ক ট্রিটমেন্ট || আনম্য ফারহান


ইলিয়াস কমল রচনারাশি

COMMENTS

error: You are not allowed to copy text, Thank you