হৃদয়বৃত্তির আনুকূল্য—
কথাটা আজকেই গিঁথলো
মরমে আমার
তার আগে এমন করে নয় আর
যখন আমায় আলফ্রেড আমিন
মুহাম্মদ শাহজাহানের অগ্রন্থিত প্রস্থান নিয়া আলাপে সেদিন
সহসা জানায়—
শাজানভাইয়ের হৃদয়বৃত্তির আনুকূল্য অনেকেই নিসেন
ডুঙরিয়া বাজারে এই সত্য অস্বীকারিয়া যারা যায় তাদেরে যাইতে দেন;
বুঝতে পারলাম
মরে যায় মানুষ তবু থইয়া যায় তার নাম
স্বভাবের কিসু চুনকাম
আমিনের এই হৃদয়বৃত্তির আনুকূল্য কথাটায়
এম্পিরার নয়, অ্যাটেন্ড্যান্ট লর্ড নয়
চিহ্নাচিহ্নবিনিশ্চয়
বাংলার অথার মুহাম্মদ শাহজাহান বেঁচে থাকবেন।।
— জাহেদ আহমদ / ১৫ মার্চ ২০২৩
Latest posts by গানপার (see all)
- ভোটবুথ, ভূতভোট, বজরঙবলি ও বেবুন - November 26, 2024
- ক্বারী আমীর উদ্দিন সান্নিধ্যে সেদিন || তারেক আমিন - November 20, 2024
- পোয়েট ও তার পার্টনার - October 19, 2024
COMMENTS