হৃদয়বৃত্তির আনুকূল্য—
কথাটা আজকেই গিঁথলো
মরমে আমার
তার আগে এমন করে নয় আর
যখন আমায় আলফ্রেড আমিন
মুহাম্মদ শাহজাহানের অগ্রন্থিত প্রস্থান নিয়া আলাপে সেদিন
সহসা জানায়—
শাজানভাইয়ের হৃদয়বৃত্তির আনুকূল্য অনেকেই নিসেন
ডুঙরিয়া বাজারে এই সত্য অস্বীকারিয়া যারা যায় তাদেরে যাইতে দেন;
বুঝতে পারলাম
মরে যায় মানুষ তবু থইয়া যায় তার নাম
স্বভাবের কিসু চুনকাম
আমিনের এই হৃদয়বৃত্তির আনুকূল্য কথাটায়
এম্পিরার নয়, অ্যাটেন্ড্যান্ট লর্ড নয়
চিহ্নাচিহ্নবিনিশ্চয়
বাংলার অথার মুহাম্মদ শাহজাহান বেঁচে থাকবেন।।
— জাহেদ আহমদ / ১৫ মার্চ ২০২৩
Latest posts by গানপার (see all)
- ভিক্টোরিয়া অ্যামেলিনা ও যুদ্ধদিনের ইউক্রেনীয় কবিতা || জয়দেব কর - February 17, 2025
- মাসুম পারভেজ : কবি, কাব্যগ্রন্থহীন || সরোজ মোস্তফা - February 7, 2025
- ছত্তার পাগলার সন্ধানে আহমেদ স্বপন মাহমুদ ও সরোজ মোস্তফা - January 28, 2025
COMMENTS