রাগী সাহিত্য ও অনেস্ট অ্যানার্কি || শিবু কুমার শীল

রাগী সাহিত্য ও অনেস্ট অ্যানার্কি || শিবু কুমার শীল

সুবিমল মিশ্রের এই বইটি অনেক আগে কেনা। ২০০৮-এর দিকে। এত সমৃদ্ধ একটা বই! বইটি শুরুই হয়েছে ঋত্বিক দিয়ে। একজন ক্ষ্যাপা আরেকজন ক্ষ্যাপাকে মূল্যায়ন করছেন। বইটির বিন্যাসও একটু আলাদা। পড়তে গেলে টের পাওয়া যায়। এখানে আরো অনেক লেখার সাথে একটি লেখা হচ্ছে হাসান আজিজুল হককে লেখা মিশ্রর একটা প্রতিবাদচিঠি। আমি শাহাদুজ্জামানের সাক্ষাৎকারেও দেখেছি হাসান সুবিমল মিশ্রকে দুই কথায় বাতিল করে দিচ্ছেন। ‘রাগী সাহিত্য’ এমন এক তকমা দিয়ে তার অনেস্ট অ্যানার্কিকে অ্যাপলিটিক্যালি দেখছেন।

শিল্পের ভেতর ক্ষ্যাপামো তো নতুন কিছু নয়। এই বইটির প্রচ্ছদেই যে-কথাগুলো মিশ্র লিখেছেন বলা যায় এই অ্যাঙ্গার তিনি তাঁর সাহিত্যে সারাজীবন বহন করেছেন। বোদলেয়ারের ‘ফ্লর দ্যু মল’ প্রকাশিত হবার পর যে হইচই পড়ে গিয়েছিল তা ক্যানো? নিশ্চয়ই সেই সমাজবাস্তবতাকে ভেংচি কেটেছিল বোদলেয়ার। তারপর মামলামোকদ্দমা, জরিমানা এবং প্রায় ৬টি কবিতা বাদ দিয়ে সেটি প্রকাশ এবং বাজারজাতের অনুমতি। এই যে রাষ্ট্রের কাঁচি পড়ল কবিতার উপর সে কী এমনি এমনি?

হাসান আজিজুল হক আমাদের এখানকার মহৎ সাহিত্যিক। প্রতিষ্ঠানবিরোধিতা প্রশ্নে হাসান সুবিমল মিশ্রকে ক্রিটিক করেছেন দেখলাম তার কোনো-এক সাক্ষাৎকারে। সেই আক্রমণের জবাব দিয়েছেন সুবিমল মিশ্র। এছাড়াও অমিয়ভূষণ মজুমদার, জেমস জয়েস, কাফকা, জ্যোতিরীন্দ্র নন্দী সম্পর্কে তাঁর ক্ষুদ্র মূল্যায়ন এই বইটির আরেকদিক। ‘সুবিমলের বিরুদ্ধে সুবিমল’ এই অংশ তো আছেই। তবে আমি ব্যক্তিগতভাবে সুবিমলের ঋত্বিক-মূল্যায়ন পড়ে আনন্দিত। আজকের দিনের অনেক জঞ্জালের ভিড়ে একপেয়ালা সরস পাঠ এই পুস্তক। সুবিমলের উস্কানিমূলক এই লেখা।

সেলাম কমরেড!


শিবু কুমার শীল রচনারাশি

COMMENTS

error: You are not allowed to copy text, Thank you