মেঘদলের এই প্রজেক্টটা — ‘অ্যালুমিনিয়ামের ডানা’ — একটা অনন্ত প্রক্রিয়ায় ঝুলে যাবার আগে আমরা এই সমস্ত কথা-কাব্য-ইমেজারি নিয়ে ভাবছিলাম। পুরনো শহরের ছাদে। যেখানে শহীদুল জহিরের বানরেরা আমাদের একমাত্র প্রাজ্ঞ দর্শক আর কিশোরের ভোকাট্টা ঘুড়ির লেজে আমাদের নানাবিধ স্বপ্ন প্রাপ্তি আশা নেচে উঠেছিল। আমরা ফরাশগঞ্জ পেরিয়ে কাঠপট্টি আর শ্যামবাজারের গলিঘুপচিতে একটাকিছু খুঁজে বেড়িয়েছিলাম একদা। কাপড়-শুকাতে-দেয়া গৃহিণী উঁকি দিয়ে দেখেছিল রোদের গমক। বুড়োরা ঘুমিয়ে পড়েছিল অলস বারান্দায়। ঠিক যেন ফুলদানি। আর কাক প্রজাপ্রতিরা ডানার আলস্য ঝেড়ে কোথাও দম নিতে বসেছিল রূপলালের লাল দালানে। আমরা ক্যামেরা দিয়ে দৃশ্য ধরি। গলায় তুলে আনি শ্লেষ্মামিশ্রিত খুচরো কথা। নদীর এপারে বসে ওপারের সূর্যটাকে বগলদাবা করবার বাসনায় বাঁচি। একদিন আমরা কবিতার ছলে গানের ঘর থেকে বেরিয়ে উল্টিনগঞ্জে গিয়েছিলাম এই পোড়া শহরটাকে লিপিবদ্ধ করব বলে…
—শিবু কুমার শীল ৩০ মার্চ ২০২৫
- টুকটাক সদালাপ ২২ - October 1, 2025
- মেইনস্ট্রিমের গান আর গরিবের গান || শিবু কুমার শীল - September 17, 2025
- ফরিদা পারভীন : মিলনে, বিরহে, সংকটে || শিবু কুমার শীল - September 14, 2025
COMMENTS