টুকটাক সদালাপ ২২

টুকটাক সদালাপ ২২

শেয়ার করুন:

‘দ্রোহ ও প্রেম’ শিরোনামে দুই বাংলার প্রেম ও জাগরণের গল্পের অনন্য এক সংকলন প্রকাশ করেছে ঢাকা কমিক্স

আজকেই হাতে পেলাম সংখ্যাটি। পাঠ করতে করতে একটা অ্যান্থোলোজি ফিলিং কাজ করে। একেক গল্পে একেক শিল্পীর আলাদা আলাদা স্টাইলের আঁকা কাজ।

একসঙ্গে এতগুলো শিল্পীর কাজ এক সংকলনে—এ এক দারুণ ব্যাপার।

শুরুর কয়েকটি গল্প পড়ে বেশ লাগল। বেশ সুপাঠ্য। যারা কমিক্সপাঠক, তারা পড়ে দেখতে পারেন।

আমাদের প্রকাশনা দিন দিন বৈচিত্র্যে ভরে উঠছে। শুভকামনা মেহেদী হকঢাকা কমিক্স

শিবু কুমার শীল ৩০ সেপ্টেম্বর ২০২৫

শিবু কুমার শীল রচনারাশি
টুকটাক সদালাপ সমস্ত

শিবু কুমার শীল
শেয়ার করুন:

COMMENTS

error: You are not allowed to copy text, Thank you