‘দ্রোহ ও প্রেম’ শিরোনামে দুই বাংলার প্রেম ও জাগরণের গল্পের অনন্য এক সংকলন প্রকাশ করেছে ঢাকা কমিক্স।
আজকেই হাতে পেলাম সংখ্যাটি। পাঠ করতে করতে একটা অ্যান্থোলোজি ফিলিং কাজ করে। একেক গল্পে একেক শিল্পীর আলাদা আলাদা স্টাইলের আঁকা কাজ।
একসঙ্গে এতগুলো শিল্পীর কাজ এক সংকলনে—এ এক দারুণ ব্যাপার।
শুরুর কয়েকটি গল্প পড়ে বেশ লাগল। বেশ সুপাঠ্য। যারা কমিক্সপাঠক, তারা পড়ে দেখতে পারেন।
আমাদের প্রকাশনা দিন দিন বৈচিত্র্যে ভরে উঠছে। শুভকামনা মেহেদী হক ও ঢাকা কমিক্স।
—শিবু কুমার শীল ৩০ সেপ্টেম্বর ২০২৫
শিবু কুমার শীল রচনারাশি
টুকটাক সদালাপ সমস্ত
Latest posts by শিবু কুমার শীল (see all)
- টুকটাক সদালাপ ২২ - October 1, 2025
- মেইনস্ট্রিমের গান আর গরিবের গান || শিবু কুমার শীল - September 17, 2025
- ফরিদা পারভীন : মিলনে, বিরহে, সংকটে || শিবু কুমার শীল - September 14, 2025
COMMENTS