শেষজীবনে উদাসীভাইয়ের সঙ্গ পেয়েছি বেশ ক’বার। শেষবার দেখায় জগন্নাথপুরে বলেছিলেন কয়েকদিনের জন্য সিলেট আসবেন। আনন্দের সাথে বলেছিলাম, এ-যাত্রা আসলে আপনাকে নিয়ে ছোট্ট গানের আসর আয়োজন করব। আসুন!
সে-সুযোগ আর হয়নি।
বাউলশিল্পী লাল শাহ Lal Shah-র কল্যাণে বেশ কয়েকটা অনুষ্ঠানে তাঁর সাথে যাওয়া, সঙ্গ পাওয়ার সুযোগ হয়েছিল। প্রয়াত হওয়ার পর তাঁরই হাতের ছোট দোতারাটা লাল শাহ এনে দিয়েছিলেন হাতে। আমি কেন পাবো! পরম্পরা অধিকার হয়তো। সসম্ভ্রমে বেশ যত্নে সেই দোতারাটি নিয়ে ঘুরাঘুরি করি। মরমে কোথাও এই সন্ত, শুভ্র, উদাসী পিতা বাজান দোতারা।
আজন্ম দুখি, ভাগ্যবিড়ম্বিত তবু যেন নির্ভার—ব্যক্তি উদাসীভাইয়ের প্রতি আছে আমার এবং আমাদের অনেকেরই এক ধরনের মুগ্ধতা। এইগুলো আমাদের মতো মানুষের বলার নয়, লেখার নয়, বরং বয়ে বেড়াবার।
ব্যক্তি কাউকে পুঁজি করে আত্মসুখ আর যাবতীয় অর্জনে না-জড়ানো দোতারাই তিনি বাজিয়েছেন তালে-বেতালে। আরও বাজুক।
উদাসীভাই নিয়ে অপূর্ব একটি কাজ হাতে পেলাম কবি, অনুবাদক Zahed Ahmed ভাইয়ের সৌজন্যে। ‘মকদ্দস আলম উদাসী স্মরণপুস্তক’। সম্পাদনা করেছেন মোহাম্মদ জায়েদ আলী। কৃতজ্ঞতা সংশ্লিষ্ট সকলের প্রতি, যারা বাউল মকদ্দস আলম উদাসীকে এই পুস্তকে স্মরণের উদ্যোগটি নিয়েছেন।
বিমান তালুকদার রচনারাশি
উদাসী বিশেষ স্মরণ মূল্যাঙ্কন
- মধ্যনগরে বঙ্গাব্দবরণ ১৪৩২ || বিমান তালুকদার - April 18, 2025
- অতি সাধারণ ঋণ বা ন্যানো ক্রেডিট || হুমায়ূন আকাশ - April 17, 2025
- গাজায় মৃত শিশুর ভর্ৎসনা || মোহাম্মদ জায়েদ আলী - April 12, 2025
COMMENTS