সুঁইয়ের কারখানা নাই বুঝি পৃথিবীতে একটাও আর!
কত শত কর্পোরেট কয়েদখানা
মুনাফার টালবাহানা
সামাজিক ব্যবসা আর মানবোন্নয়ন সেবার টানামানা
আরও কত কত নতমস্তক মহাজ্ঞানভাণ্ডারীবৃন্দ
যথা নাইটহুড-পাওয়া দালাল দেশপ্রেমিক
বেলতলার বেলজ্জ্ব দন্তবিহসিত লরিচালক ক্ষুদ্রকর্জখোক্কস
উহাদের আরও শত শত কোলাবেরি-কোলাবেরি ডি কোলাবোরেটর!
এই দেশ চক্করবক্কর সুদখোরদের ন্যাশন্যাল হিরো বনিয়া উঠিবার দেশ
এইখানে পয়সা ছাড়া নারীশ্লীলতাহানিকর দুষ্কর্ম বন্ধের কর্মসূচি চালাইবারে
আসে না আগায়ে কেউ প্রোফেশন্যাল শ্যালক-শ্যালিকা
এই দেশে সত্যি সত্যি ইভটিজিং বন্ধের উপক্রম হলে বহু লোকের বহু প্রোজেক্টের
পেটের ভাত হজম হয় না, আর তারা বান এলে ত্রাণ তছরুপ করে হাতেমতাই হয়
খোদার এই দুনিয়ায় নিডল ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি নিঃশেষ হয়ে গেল বুঝি!
কিন্তু সংবাদটা আদৌ সুখকর নয়
কেননা ফাল হয়ে বেরোবার তরে সূচের দরকার হয়
ছারপোকা না-পারিবে এই নিঃসাড় বেহায়া পাছাভার পাজেরোগুলোর চামড়ারাবারে একটুকু হুল ফোটাবারে
সেই লক্ষ্যেই তিনটা-চারটা নয় একটা আখাম্বা সুঁইয়ের অন্তত জরুর দরকার
দরকার একজন অন্তত সুঁইনির্মাতার
আর দরকার ক্লারা
ততদিন লৌকিক গলা ফাটায়া যাক সম্মিলিত পুংমহলপুত্তুলিকারা —
আইদ্ধেক করিয়াছেন আল্লা, আইদ্ধেক আমরা…!
লেখা / জাহেদ আহমদ ২০১৪
… …
- পুরস্কারপাওয়া ভারতীয়া বাংলা উপন্যাস - October 22, 2025
- শিশুসাহিত্যচর্চায় রায় ফ্যামিলি - October 22, 2025
- একটি ইতিহাসের অটোবায়োগ্রাফি - October 21, 2025
COMMENTS