কবি ফজলুররহমান বাবুলের সদ্যপ্রকাশিত কাব্যগ্রন্থ ‘তুমি তেমনই বৃক্ষ’ দ্বিতীয়বার পড়া হয়েছে! হয়তো তৃতীয় অথবা বহুবার পড়া হবে! কবিতার ধ্যান ও ত্যাগের আশ্চর্য সমন্বয় কাব্যগ্রন্থটি পাঠককে ক্রমাগত কাছে টানবে বলে আমার বিশ্বাস।
ধ্বংস-লয়ের এই সামাজ-সময়ে একমাত্র কবিই তো নিয়ে যেতে পারেন আমাদের সে-ই ‘তোমার’ কাছে! নিমগ্ন পরিব্রাজকের মতো কবির সব ভ্রমণ সেই ফলবান বৃক্ষের সমীপেই প্রার্থিত হয়েছে কাব্যের প্রায় সব কবিতায়! “তা-ই কবিতা যা আমি ভাবতে পারি না, কেবল ভাবতে পার তুমি” — পঙক্তিটি কাব্যের অন্তর্গত সত্যকে আলোকিত করেছে প্রবলভাবে!
কাব্যের নামকরণটিও চমৎকার কাব্যভাবনার আধার হয়ে উঠেছে! ‘তুমি তেমনই বৃক্ষ’ পাঠকের ভালোবাসায় সিক্ত হবে এ প্রত্যাশা ও বিশ্বাস রাখি!
গ্রন্থটি যত্ন নিয়ে প্রকাশ করেছে চৈতন্য প্রকাশন, সিলেট। প্রচ্ছদশিল্পী সত্যজিৎ রাজন।
তুমি তেমনই বৃক্ষ : অন্যান্য রিভিয়্যু
- ভিক্টোরিয়া অ্যামেলিনা ও যুদ্ধদিনের ইউক্রেনীয় কবিতা || জয়দেব কর - February 17, 2025
- মাসুম পারভেজ : কবি, কাব্যগ্রন্থহীন || সরোজ মোস্তফা - February 7, 2025
- ছত্তার পাগলার সন্ধানে আহমেদ স্বপন মাহমুদ ও সরোজ মোস্তফা - January 28, 2025
COMMENTS