ক্রিকেট বিশ্বকাপ ফাইনাল নিয়ে সবাই ব্যতিব্যস্ত। আমি অন্য টিভিতে বসে দেখে ফেললাম Zee5-এর একটা ওয়েবসিরিজ ‘ছোটলোক’।
সিরিজটা বাংলা। খুব সাধারণ দেখতে একজন নারী একটি খুনের এসআই, তার নাম সাবিত্রী মন্ডল। খুন হয়েছে উঠতি এক মডেল।
ওব্বাই এই সাধারণ আমাদের মতো একটু কুঁজো হয়ে হাঁটা এসআই, মেইন সাসপেক্ট রাজার মামা মধুকে যখন আনে ইন্টারোগেশনের জন্য তখনকার ডায়ালগ হলো — আমি এসআই হয়েছি কেন জানিস? যেন ব্যাটাদের কেলাতে পারি। ক্লাস সেভেন থেকে টুয়েলভ প্রতিদিন লোকাল বাসে ব্যাটাদের চিমটি খেয়েছি।
ভীতু সে দেখায়, আসলে সে ভীতু নয়। খুব চিল্লাচিল্লি নেই, নম্র, সব মেনে চলছে — আসলে অনেকটাই না-মেনে চলা এসআই সাবিত্রী মন্ডল সিরিজের শেষে খুনী কে, তা দর্শককে জানায় ঠিকই কিন্তু উপসংহার টানে না।
আমার খুব ভালো লেগেছে সিরিজটা, আমি থ্রিলার জনরার একনিষ্ঠ ভক্ত। অনেকদিন পর কানে বাংলা শুনেও আরাম। দারুণ উপভোগ করলাম সময়। দেখতে পারেন।
আফসানা কিশোয়ার রচনারাশি
গানপার ম্যুভিরিভিয়্যু
- ভিক্টোরিয়া অ্যামেলিনা ও যুদ্ধদিনের ইউক্রেনীয় কবিতা || জয়দেব কর - February 17, 2025
- মাসুম পারভেজ : কবি, কাব্যগ্রন্থহীন || সরোজ মোস্তফা - February 7, 2025
- ছত্তার পাগলার সন্ধানে আহমেদ স্বপন মাহমুদ ও সরোজ মোস্তফা - January 28, 2025
COMMENTS