লেখক: আনসার উদ্দিন
ভারতের পশ্চিমবঙ্গের নদীয়ার নকাশিপাড়া থানার অন্তর্গত শালিগ্রামে থাকেন। শক্তিশালী কথাসাহিত্যিক হিশেবে এই লেখক ইতোমধ্যে সমুজদারদের নজর কেড়েছেন। ‘গো-রাখালের কথকতা’, ‘জনমুনিষ’ প্রভৃতি তার উল্লেখযোগ্য উপন্যাস। ছোটগল্প ও উপন্যাস মিলিয়ে এগারোটিরও অধিক প্রকাশনা আনসার উদ্দিনের সাহিত্যকুশলতার চিহ্নবহ।