টুকটাক সদালাপ ১০

টুকটাক সদালাপ ১০

 

মিক্সড মিডিয়ায় করা (আমার) পুরনো কাজ। পত্রিকার জ্ন্য করেছিলাম। সাল মনে নেই। এসবের কোনো ফ্রয়েডীয় ব্যাখ্যা থাকতে পারে। তবে সে-সময় থেকেই ডানার প্রতি অবসেশন। হুমায়ুন আজাদের আধার ও আধেয়র প্রচ্ছদ এঁকেছিলাম — যা আমার করা প্রথম প্রচ্ছদ — সেটাও ছিল একটা গ্লাস যার দুটো ডানা আছে। সেটি অ্যালুমিনিয়ামের ডানায় এসে আপাতত ঠেকেছে। এই উড়ুক্কু মাছের মন কত দিকেই না ধায়!

[ব্যানারে ব্যবহৃত ছবিটি নিয়ে এই টুকরো-রচনাটি নিবন্ধিত হয়েছে। — গানপার]

শিবু কুমার শীল ২১ ডিসেম্বর ২০২৩


টুকটাক সদালাপ সমস্ত
শিবু কুমার শীল রচনারাশি

শিবু কুমার শীল
Latest posts by শিবু কুমার শীল (see all)

Support us with a click. Your click helps our cause. Thank you!

আগের পোষ্ট

COMMENTS

error: You are not allowed to copy text, Thank you