পুরো ভারতে যে-কয়জন অভিনেতা আমার পছন্দের তার মধ্যে ফাহাদ অন্যতম। তার ছবি বা চিত্রনাট্য নির্বাচন নিঃসন্দেহে উল্লেখযোগ্য। মালিক দেখলাম, তার জন্যই। দেখতে দেখতে মনে হইছে, এইটা আসলে ঠিক কোন পার্স্পেক্টিভ থেকে নির্মাণ? সম্পদ বা প্রতিষ্ঠার বিপক্ষে লড়াই করে নিম্নবর্ণ একটা সমাজের সংগ্রাম না কিছুটা অরাজনৈতিক জায়গা থেকে আরও বৃহত্তর অর্থে রাজনৈতিক ভাষ্য?
এর আগেও আমরা ভারতের মৎস্যজীবী শ্রেণীর মানুষের গল্প সিনেমায় দেখছি। কিন্তু সেসবই এক ধরনের প্রাণহীন সংগ্রাম ও হাহাকরের গল্প। কিন্তু এইটা আরও অনেক তীব্র সংগ্রাম। কিছুটা কি এই ছবি মিস করে গেছে সময় রূপান্তরের সাথে সাথে? বোধহয়।
তবুও এইটা দেখতে দেখতে আমাদের মৎস্যজীবী মানুষদের কথা মনে পড়ছে। আমাদের কথাসাহিত্যে তাদের জীবন মানিকের চেয়ে ভালো আর কেউ তুলে আনতে পারেনি। কিন্তু সিনেমায়? একদমই নাই বলতে গেলে।
—ইলিয়াস কমল ২২ জুলাই ২০২১
- সিনেমার চিরকুট ১১ - February 2, 2025
- নির্ঝর নৈঃশব্দ্য : আদি ও অকৃত্রিম আরামের আশ্রয় || ইলিয়াস কমল - January 24, 2025
- সিনেমার চিরকুট ১০ - January 22, 2025
COMMENTS