ভাষা-আন্দোলন : সাহিত্যিক পটভূমি — হুমায়ুন আজাদের এই বইটি অনেক আগে পড়েছিলাম। এখন আবার পড়তে শুরু করেছি। এবং পড়তে পড়তে বিস্মিত হচ্ছি; কারণ, রাষ্ট্রভাষা বাংলা — এই বিষয়টি নিয়ে সে-সময়ের দেশের প্রধান লেখকরা যে-পরিমাণ দ্বিধাবিভক্ত ছিলেন, সেখানে অন্য একটি ভাষা যে এভাবে চাপিয়ে দেয়া হবে তা খুব স্বাভাবিক ছিল। মানে ক্ষেত্র প্রস্তুত ছিল।
বইটির শেষ প্রবন্ধ — ‘প্রবন্ধ : ব্যাপক প্রতিক্রিয়াশীলতা’ — পড়লে চোখ ছানাবড়া হয়ে যাবে সেইসব প্রধান লেখকদের নাম দেখে। তাহলে আজ যে-ভাষার গৌরব করছি এর নেপথ্যের এইসব তিতাকথা কী অজানাই থেকে যাবে? আজাদ এই জায়গায় অতন্দ্র প্রহরী। তার এই বই ছাড়াও বাংলা ভাষা বিষয়ক দুটি সুবৃহৎ গ্রন্থে আরো সবিস্তার তিনি লিখে গেছেন তাঁর ভাবনার কথা।
বইটি আগামী প্রকাশনী থেকে প্রকাশিত।
—শিবু কুমার শীল ২৮ জানুয়ারি ২০২৩
টুকটাক সদালাপ সমস্ত
শিবু কুমার শীল রচনারাশি
- টুকটাক সদালাপ ১০ - February 1, 2025
- টুকটাক সদালাপ ৯ - February 1, 2025
- টুকটাক সদালাপ ৮ - January 23, 2025
COMMENTS