দীপকদা (ধ্রুবজ্যোতি রায়) চলে গেলেন পরলোকে (২৯ জুন, ২০২২)। উনার চলে যাওয়া এতটাই অপ্রত্যাশিত যে ভাবতেও সাহস হয় না।
এফআইভিডিবির সিনিয়র সহকর্মী, হবিগঞ্জের বড়ভাই, পারিবাকির স্বজন, সর্বোপরি চিন্ত বিনিময়ের একান্ত বন্ধু — একজনের কত পরিচয়! আমার শুভচিন্তা, কৌশল ও কাজের একান্ত সহায়ক এবং উৎসাহদাতা। আমি পার্থিবভাবে দুর্বল মানুষ, উনিও তা-ই! তাই হয়তো অনেক মতবিনিময় হতো।
উনার অনেক পড়াশোনা ছিল; অনেক ক্ষেত্রেই উনার ছাত্রত্ব অনুভব করতাম। ফলে লেখালেখির হাতও বেশ ভালো ছিল।
এত ভদ্র, বিনয়ী, সদালাপী মানুষ — আমার কাছের-পরিচয়ের মধ্যে উনিই শ্রেষ্ঠতম। ‘সিম্পল লিভিং হাই থট’-এর একজন উদাহরণ ছিলেন।
গাছের প্রতি প্রকৃতির প্রতি উনার ভালোবাসাজ্ঞান ছিল অগাধ। উনার দেওয়া ‘মর্নিং গ্লোরি’ আমি ফুটিয়ে আনন্দ পেয়েছি; সর্বশেষ প্রায় একবছর আগে (হবিগঞ্জে যাওয়ার প্রাক্কালে) দেওয়া জুঁইগাছ এখনও উনার মতো শুভ্র সুগন্ধি ছড়িয়ে যাচ্ছে (ছবি সংযুক্ত)!
আমাকে অনেক পছন্দ করতেন, নির্ভর করতেন; বস্তুত আমি তেমন কিছুই করতে পারি নাই। এ আমার সাক্ষাৎ অক্ষমতা!
আপনার কিছু সুচিন্তা ও গুণাবলি অনুসরণ করার মাধ্যমে আপনি আমার কাছে অমর হয়ে থাকবেন। শারীরিকভাবে চিরবিদায় দীপকদা!
- ট্র্যান্সজেন্ডার ও সমানাধিকার || আফসানা কিশোয়ার - November 28, 2023
- একা || মূল :: পাওলো কোয়েলো, তর্জমা :: জাকির জাফরান - November 28, 2023
- গোলাপের নামঠিকানা || আল ইমরান সিদ্দিকী - November 28, 2023
COMMENTS