দীপকদার সঙ্গে মহাভারত

দীপকদার সঙ্গে মহাভারত

ঊনতিরিশ জুন, দুইহাজারবাইশ, বুধবার

এই দিনে স্মরণ করি দীপকদার
প্রয়াণ

প্রসন্ন অপরাহ্নে একটি বিচ্ছেদী গান

উনার একটা ব্যাপার —
আছে তো, কত, কয়েক হাজার;
সেই প্রণয়সিন্ধু থেকে বিন্দুবৎ একটার
উল্লেখে কী আর এমন বুঝে নেবেন
মূল্য ও মান
একটা মানুষের!

তবু দেখেন
উল্লেখের দরকার
দুনিয়ায় এক-মুহূর্তের জন্যও ফুরায়া যাবার নয়; —
একই কথা বারবার বলে যেতে হয়
আপনজনের কর্ণকুহরে
বেসুরে এবং সুরে
যেন তারা রাস্তা ভুল না করে
এ-যাত্রায় যাপনের

দীপকদা আমার লাইফে একটা সাধারণ কলিগের নাম শুধু নয়
দীপকদা একটা আস্ত অধ্যায় আমার এন্টায়ার লাইফের

লাস্ট ব্রিদ অব্দি দীপকদার সঙ্গ মন থেকে মুছবে না আমার

.
.

*
কোথায় যাওয়া যায়
ইভনিং যখন স্প্রেড-আউট করতেসে রিভার সুরমায়

বিকালবেলাটা আলতো গড়ায়া নামে
ছেলেবেলায় চিঠির খামে
অ্যাড্রেস লিখতে যেয়ে এঁড়ে যেত অক্ষর যেমন

কোথায় রাখা যায় হৃদয়বেদন
উত্তর আসবে না আর কোনোদিন যার
রাখব কী ইনবক্সে তার?

ধরি, দীপকদার
মৃত্যু হয় নাই;
রিপ্লাই দিতাম নাকি ইমেলগুলার?
দিতে ভুলে গেসি রিপ্লাই
কত-কতদিন —
রয়ে গেসি রিপ্লাইবিহীন;

উপর্যুপরি ইনবক্সের পর ইনবক্স পাই
দীপকদার মৃত্যুবছরটায়

বিস্তর ভুলের ক্ষমা থাকলেও এই ভুলের ক্ষমা নাই

দীপকদার কাছে যাওয়ার উপায় থাকলে এক্ষুনি যাই
ফিজিক্যালি দিয়া আসি রিসিভ-করা লাস্ট ইনবক্সগুলার রিপ্লাই

দীপকদারে একা বাসস্ট্যান্ডে রেখে শেষবিদায়
আমি নিঃশব্দ ভুলে যেতে চাই

.
.

*
দীপকদার লগে দেখসিলাম মহাভারত
সন্ধ্যা ছয় থেকে নেক্সট-ডে বেলা অব্দি

পিটার ব্রুক ছবিটা না-বানাইতেন যদি
দীপকদা না-দেখাইতেন আমায়
আমি বোধহয় কেবলই লিখে যেতাম শৌখিন কিসু গৎ
সংগীতের নামে

এখনও কতকিসু বোঝা বাকি বিপন্ন ধরাধামে!

এই বৃষ্টিরিক্ত কর্পোরেশনকণ্টকিত কুরুক্ষেত্রের শপথ
ধ্রুবজ্যোতি রায় দীপক নামটা আমি স্মৃতিবৃক্ষের অরণ্যছায়ায়
একলব্যের মতো
খড় ও মাটি দিয়া বানানো দ্রোণাচার্যসংহত

সংরক্ষণ করি লিলুয়া রাত্রির মগ্ন মোকামে।।

জাহেদ আহমদ

[ধ্রুবজ্যোতি রায়, ওর্ফে, দীপক রায়। ২৯ জুন ২০২২ তিনি ইন্তেকাল করেন। হবিগঞ্জের মানুষ। জীবনের বড় সময়টা বাড়ির বাইরে চাকরিসূত্রে বেড়িয়েছেন ঘুরে, দেশে, দেশের বাইরেও। ফটোগ্র্যাফি ছিল তার পেশাগত দায়িত্বের বড় অংশ জুড়ে। অ্যাডাল্ট লিটারেইসি নিয়া কাজ করসেন দীর্ঘদিন। শিশুমনস্তত্ত্ব পর্যবেক্ষণে যেসব মানুষ সহজাত দক্ষতায় পাওয়ার্ফ্যুল, দীপকদা তাদের একজন। অনুমান সত্তইর বছর বয়সে এক্সপায়ার করসেন। মোটামুটি দীর্ঘ। ছবিটা লাস্ট মার্চে, আকস্মিক মৃত্যুসংবাদ শোনার মাস-তিন আগে, দীপকদার সঙ্গে শেষ-সাক্ষাতের সময় তাঁর হবিগঞ্জের বাসায় তোলা। জাআ]


গানপারে দীপক রায় স্মরণ

COMMENTS

error: You are not allowed to copy text, Thank you