বোর্ডিং গেইট

বোর্ডিং গেইট

ফরাশি ডিরেক্টর ওলিভার আসায়েস থ্রিলার ভালোই বানায়। তবে এইটা — Boarding Gate — তার সবচে কম গুরুত্বপূর্ণ ছবি। কিন্তু আমি এনজয়ই করছি। বিশেষ করে এত সুন্দর নায়িকা থাকলে তো এনজয় করাই যায়। হা হা হা…

যাক, এই পরিচালকের সবশেষ ছবিটা Wasp Network ভালোই লাগছিল। আর তিনি বানাইছেনও প্রচুর সিনেমা। তার নির্মিত সবচে ভালো ছবিটা অবশ্য দেখিনি। দেখব আশা করি।

‘বোর্ডিং গেইট’ — নায়িকা আসিয়া আর্জেন্টো — ২০০৭-এর সিনেমা। — ইলিয়াস কমল


গানপার ম্যুভিরিভিয়্যু

COMMENTS

error: You are not allowed to copy text, Thank you