ফরাশি ডিরেক্টর ওলিভার আসায়েস থ্রিলার ভালোই বানায়। তবে এইটা — Boarding Gate — তার সবচে কম গুরুত্বপূর্ণ ছবি। কিন্তু আমি এনজয়ই করছি। বিশেষ করে এত সুন্দর নায়িকা থাকলে তো এনজয় করাই যায়। হা হা হা…
যাক, এই পরিচালকের সবশেষ ছবিটা Wasp Network ভালোই লাগছিল। আর তিনি বানাইছেনও প্রচুর সিনেমা। তার নির্মিত সবচে ভালো ছবিটা অবশ্য দেখিনি। দেখব আশা করি।
‘বোর্ডিং গেইট’ — নায়িকা আসিয়া আর্জেন্টো — ২০০৭-এর সিনেমা। — ইলিয়াস কমল
Latest posts by গানপার (see all)
- ভিক্টোরিয়া অ্যামেলিনা ও যুদ্ধদিনের ইউক্রেনীয় কবিতা || জয়দেব কর - February 17, 2025
- মাসুম পারভেজ : কবি, কাব্যগ্রন্থহীন || সরোজ মোস্তফা - February 7, 2025
- ছত্তার পাগলার সন্ধানে আহমেদ স্বপন মাহমুদ ও সরোজ মোস্তফা - January 28, 2025
COMMENTS