আন্তর্জালে চঞ্চল চৌধুরীর ঘটনাটি দেখে প্রায় ২৩ বছর আগের একটি ঘটনা মনে পড়ে গেল।
তখন সবেমাত্র অবরুদ্ধ চবি ক্যাম্পাস মুক্ত হয়েছে। জামাত-শিবিরের দীর্ঘ বারো বছরের আধিপত্য ছাত্রলীগের নেতৃত্বে সাম্প্রদায়িকতাবিরোধী ছাত্র ঐক্যের দুর্বার স্রোতে ভেঙে চুরমার হয়ে গেছে। কিছুদিন পর যখন ছাত্রলীগের সম্মেলন নিয়ে চিন্তাভাবনা শুরু হয়েছে, ঠিক এ-রকম এক সময়ে বিকেলবেলা শাহ্ আমানত হলের সামনে আমরা কয়েকজন বন্ধু বসে আড্ডা দিচ্ছি। হঠাৎ দেখি আমাদের এক সহযোদ্ধা রাস্তায় পাগলের মতো লাফাচ্ছে। যেন প্রলয় নৃত্য! সেইসঙ্গে হাসির বেগ সামলাতে সামলাতে সে বলছে, — ‘চপল হিন্দু! চপল হিন্দু! সত্যি বলছিস!’
আমি এগিয়ে গিয়ে তাকে জিজ্ঞেস করি, — ‘কী হয়েছে?’
সে অকপটে বলে, — ‘দোস্ত, এইমাত্র জানতে পারলাম যে তুই হিন্দু! তাহলে তো কমিটিতে তুই আমার চেয়ে ভালো পদ আর পাবি না। এই খুশিতে একটু নৃত্য করছি!’
আমি বলি, — ‘ও, আচ্ছা, তাই বল্! তোর মতো ছেলেদেরই ছাত্রলীগ করা উচিত।’
কথিত উচ্চশিক্ষিত লোকজনের কথোপকথনেও প্রায়ই শোনা যায়, — ‘ও, সেই হিন্দু লোকটা’ কিংবা ‘সেই মুসলিম লোকটা’ ইত্যাদি।
এসব ছাপিয়ে কবে যে ‘মানুষ’ পরিচয়টিই প্রাধান্য পাবে!
১২ মে ২০২১
- সুধাংশু কুমার শর্মা : স্বাধীনতা সংগ্রামের শহিদ || কল্লোল তালুকদার - October 1, 2021
- বানপ্রস্থ থেকে ফিরে || কল্লোল তালুকদার - August 12, 2021
- একবিংশে বেতাল হাওর || কল্লোল তালুকদার - July 2, 2021
COMMENTS