আফটারসান। রিটেন অ্যান্ড ডিরেক্টেড বাই শার্লোটি ওয়েলস।
খুবই সাধারণ গল্পও যে অসাধারণ হয়ে উঠতে পারে, তার এক দারুণ উদাহরণ। আমি বিভিন্ন সময় স্লো ছবি, আগ্রহ তৈরি করলে আবার দেখার সময়, মনোযোগ ধরে রাখতে না-পারলে ভেঙে ভেঙে দেখি। সিনেমা শেষ হলে বোধ করি — আহা, একবারে কেন শেষ করতে পারলাম না, এত অস্থির কেন আমি!
এইটা তেমন ছবি।
আপনারা যারা ‘ড্রাইভ মাই কার’ বা ‘পারফেক্ট ডে’ কিংবা ‘প্যাটারসন’-এর মতো সিনেমা ভালোবাসেন, তাদের এই সিনেমাও ভালো লাগতে পারে।
—ইলিয়াস কমল ২৮ নভেম্বর ২০২৪
Latest posts by ইলিয়াস কমল (see all)
- সিনেমার চিরকুট ৭ - January 18, 2025
- সিনেমার চিরকুট ৬ - January 16, 2025
- সিনেমার চিরকুট ৫ - January 16, 2025
COMMENTS