সিনামাটা দেইখা মজা পাইছি। শেষদিকে স্টিভ ক্যারল যখন ভাষণটা দিতে যায় স্কুলের স্টেইজে তার পোলারে থামাইয়া দিয়া, তখন তার পোলার ফিমেইল স্কুলটিচার যে মিডল ফিঙ্গার দেখায়, ব্যাপারটা অসাম! শে হইল ট্র্যাডিশন্যাল অডিয়েন্সক্যারেক্টার। কারণ শে তখনো বিলিভ করে যে, স্টিভ ক্যারল একটা চিটার; তার সাথে চিট করার পরে এখন ল্যভ নিয়া কথা কইতে আইছে! আমাদের নিজেদের এক্সপেরিয়েন্স দিয়াই আমরা অন্যরে ভাইবা ফেলতে পারতেছি।
আমাদের কথাবার্তার বা চিন্তাভাবনার সেন্টারপয়েন্ট সবসময় আমরাই, আমাদের সাথে যা যা কিছু ঘটতেছে। যেমন, জুলিয়্যান ম্যুর যখন গাড়ি চালাইতে চালাইতে স্টিভ ক্যারলরে তাঁর ফ্লিঙ-এর কথা কইতে থাকেন, তখন স্টিভ তো শুনতে চান না, কারণ সেইটা খালি জুলিয়্যানের সাথেই ঘটে নাই, শোনার ভিতর দিয়া স্টিভরেও এইটার ভিতর দিয়া যাইতে হইতেছে … যে শুনতেছে, যে দেখতেছে, সে সেন্টার হয়া উঠতেছে। এইটার ভিতর দিয়া স্টিভ যাইতে চায় না আর, কয় যে, গাড়ি থিকা লাফ দিয়া নাইমা যাইব সে; আর যায়ও। বাচ্চামিটা করে। প্রমাণ করতে পারে যে, সে প্রেমের ভিতরেই আছে।
লাস্ট ভাষণে গিয়াও বুঝাইতে পারে যে, শিট হ্যাপেন্স; কিন্তু লাইগা থাকতে হবে। এই যে লাইগা থাকতে হবে, এইটা আবার তারে শিখায় তার ১৩ বছরের পোলাই। প্রেম তো আসলে বাচ্চাদেরই জিনিশ। বাচ্চাবয়সে না-হইলে (স্টিভ ক্যারল আর জুলিয়্যান ম্যুরের ১৫ বছর বয়সে হইছিল) আর হইতে পারে না বা আপনি বাচ্চা হইতে রাজি না-হইলে এইটা হয় না যে তা না। হয়।
কিন্তু মাইয়াদেরকে বাচ্চা বানাইতে বানাইতে ক্লান্ত লাগে রায়ান গস্লিঙের, সে নিজেও তো বাচ্চা হইতে চায়। এমা স্টোনের কাছে এইটা সে হইতে পারে আবার। মানে, একজন সৌলমেইট যে থাকতেই পারে এইটা ঘটনা না, ঘটনা হইল, এই এক্সপেরিয়েন্সের ভিতর দিয়া আপনি যাইতেই পারেন। তারপরে কইলেন, শিট হ্যাপেন্স! 🙂
এই চালাকিটা একটা বাজে জিনিশই আর-কি!
কিন্তু বিটুইন রিয়্যাল আর ফেইক এমন কোনোকিছু নাই, যা আছে সেইটা একটা ধইরা নেয়াই। এমন একটা সিরিয়াসনেস যা বাচ্চামির ভিতরই রাখতে পারেন আপনি।
Film Title: Crazy Stupid Love ।। Released Year: 2011 ।। Genre: Romantic comedy ।। Duration: 1h 58min ।। IMDb Score: 7.4/10 ।। Director: Glenn Ficarra John Requa ।। Stars: Steve Carell, Ryan Gosling, Julianne Moore, Emma Stone, Marisa Tomei, Kevin Bacon ।। Music Score: Christophe Beck, Nick Urata ।। Net profit approximately $142.9 million
… …
- এন্ড্রু কিশোর আর ক্যাসেটে বন্দী আমাদের গানের জীবন || ইমরুল হাসান - July 22, 2020
- বাংলাদেশি সিনেমা : অ্যা ব্রিফ হিস্ট্রি ১ || ইমরুল হাসান - July 15, 2020
- আবারও কবিতার নয়া বই || ইমরুল হাসান - September 14, 2019
COMMENTS