এডি ফ্যাল্কো উক্তিমালা ২

এডি ফ্যাল্কো উক্তিমালা ২

একবার আমি আমার জানালা সাফ করতে গিয়া জানালার পাল্লা চৌকাঠ থেকে খসে পড়ে যায়। তারপরে বুঝতে পারি যে জানালাটা আসলে ময়লা-আবর্জনা দিয়া লাগানো ছিল।

আমার জন্ম ও ছোটবেলাটা কাটসে লং-আইল্যান্ডে। আমি সবসময় জীবনে এমনকিছু হতে চেয়েছি যাতে আমার জন্মস্থানের নামের মতো লম্বাচওড়া দ্যাখায় আমারে।

লোকসমাজে হাউকাউ-তোলা ছায়াছবিগুলা আমারে ইন্ট্রেস্ট করে না। এই ধরনের ম্যুভিগুলায় আমি অভিনয় করতে অতটা আগ্রহ বোধ করি না। অবশ্য আপনি যদি কাঁড়িকাঁড়ি টাকা কামাইতে চান, তাইলে হাই-গ্রসিং এইসব ফিল্মগুলার বিকল্প নাই। কিন্তু জিনিশটা আমার কন্সার্ন না।

সাধারণভাবে বলতে পারি যে এই জীবনের কাছে আমি কৃতজ্ঞ। সৌভাগ্য আমার ক্ষেত্রে বিব্রত রকমেই ছিল বেশি। আমার নসিবের তারিফ অবশ্যই করি আমি।

স্ক্রিপ্ট পড়তে বেজায় ভাল্লাগে আমার এবং পড়তে পড়তে আমি ‘ওয়াও, কী দারুণ আইডিয়া! আমি তো আগে এভাবে দেখি নাই জিনিশটা!’ … এইরকম সহর্ষ আওয়াজ করতে থাকি।

চয়ন ও অনুবাদন : বিদিতা গোমেজ

… …

COMMENTS

error: You are not allowed to copy text, Thank you