প্যাটি স্মিথ উক্তিমালা ২

প্যাটি স্মিথ উক্তিমালা ২

ট্র্যান্সজেন্ডার গানগুলা গাইতে বেশি ভাল্লাগে আমার সবসময়।

জীবনে যদি কোনো আক্ষেপ বা খেদ থাকে আমার তাইলে সেইটা এ-ই যে আমি একটা ভালো সিঙ্গার বা ভালো রাইটার হতে পারলাম না। আমি সত্যি দুঃখিত যে আমি একজন ভালো লেখক বা গায়ক হতে পারি নাই।

আমার সানগ্লাসগুলারে আমি আমার গিটারের মতো ভালোবাসি।

না, আমার কাজের ভিতরে আপনি আমার সেক্সুয়্যাল প্রেফ্রেন্সেস খুঁজলে পাবেন না। আমার কাজগুলা আমার শিল্পীসত্তাটার রিফ্লেক্ট করে, দেখবেন সেখানে যে শিল্পী হিশেবে কতটা স্বাধীন।

আমি সবসময় ভাবতাম যে আমি বোধহয় চিত্রশিল্পী হব।

চয়ন ও অনুবাদন : বিদিতা গোমেজ

… …

COMMENTS

error: