আজ ১৯ নভেম্বর ২০২২ গণসংগীতশিল্পী কমরেড ভবতোষ চৌধুরীর একাদশতম প্রয়াণ দিবস। এ উপলক্ষে আগামীকাল ২০ নভেম্বর ২০২২ বিকেল পাঁচটায় জিন্দাবাজারস্থ নজরুল একাডেমিতে ভবতোষ চৌধুরী স্মৃতি পরিষদ এক স্মরণসভার আয়োজন করেছে। এতে সকলের সানুগ্রহ উপস্থিতি কামনা করি।— এনায়েত হাসান মানিক
ভবতোষ চৌধুরীর একাদশ প্রয়াণ দিবস উপলক্ষে আমার ছন্দোবদ্ধ অর্ঘ্য :
নভেম্বরের মনবেদনা
হাসি গানে মুখরিত স্বপ্নচাষি লোক
সুখের ফেরি করেছিল বুকে নিয়ে শোক;
গানের পাখি প্রাণের পাখি ছিল সবার কাছে
ঐ মানুষটি সবার মনে স্মৃতির পাতায় আছে।
মধুর সুরে গান করেছে গ্রামের মেঠোপথে
মনের ডানায় উড়ে যেত সমাজতন্ত্রের রথে;
দিনমজুরের অধিকারে লিখে যেত গান
কৃষককুলের প্রতি ছিল ভক্তি অফুরান।
সুখের আশায় ছিল যারা শ্রমিক জনগণ
গানে ছিল তাদের কথা জুড়িয়ে যেত মন;
এই মানুষটি ছিল সদা সবার প্রয়োজনে
দুখিজনে পাশে পেত সকল আয়োজনে।
প্রিয় বলে ডাকি তাকে সংগ্রামী কমরেড
গানের সুরে উঁচু হতো শ্রমজীবীর হেড;
জায়া খোঁজে পতিধন আপন ঠিকানায়
বাবা খোঁজে আত্মজারা ঘরের আঙিনায়।
সতীর্থরা খোঁজে তাকে নানান আসর সভায়
ঐ মানুষটি মিশে আছে উদীচীর চেতনায়;
সবার কাছে প্রিয় ছিল ভবতোষ চৌধুরী
তাঁর স্মরণে নভেম্বরে মনবেদনায় পুড়ি।
- ভোটবুথ, ভূতভোট, বজরঙবলি ও বেবুন - November 26, 2024
- ক্বারী আমীর উদ্দিন সান্নিধ্যে সেদিন || তারেক আমিন - November 20, 2024
- পোয়েট ও তার পার্টনার - October 19, 2024
COMMENTS