গানের শেষ লাইনটা হলো, ‘সবই লুটায় তোমার ওই খালি পায়ে’। অসাধারণ এক গান!
মুনতাজার স্যারের গানের লিরিকে মূলত গল্প থাকে। আাসলে গানের নামে সুর করে তিনি গল্প বুনে চলেন। এই গানেও তা-ই।
আপনি একটা গল্প বলার চেষ্টা করেছেন। আমি এই মুহূর্তে এমেরিকার কোনো-এক স্টেইটহাইওয়ের পাশে বসে আপনার গানটা শুনলাম। বা গল্পটা জানলাম। আর মুগ্ধ হলাম।
গান আর আরুশী আর আপনার পারফর্মেন্স দুর্দান্ত। শেষের দিকে আপনাদের দুইজনের বাদ্যযন্ত্র তুরীয় মাত্রায় পৌঁছে গিয়েছিল।
খালি-পাকে যদি রূপক ধরি, তাইলে এইটা অসাধারণ এক প্রেম ও নৈবেদ্যের গান। আর যদি আক্ষরিক ধরে নেই, তাইলে আমার মনে পড়বে, জগদ্বিখ্যাত সিনেমা ‘দ্য ম্যান হু লাভড ওমেন’-এর কথা।
স্যার, আপনার সৃষ্টি দীর্ঘজীবী হোক,— এই প্রার্থনা!
০৭ মার্চ ২০২৫
ভিডিয়োপোস্ট বিবরণী বাই মুন্তাজার মনসুর
‘তুমি কেন এসেছিলে খালি পায়ে?
তুমি কেন পরোনি রেশমি জুতো?’
— শুনতে তৌহিদি জনতার স্লোগান মনে হলেও এটা আসলে নিতান্তই একটা প্রেমের গান।
২০০৫-’০৬ সাল হবে। রোজালিন তখন ডাকসাইটে প্রভাষক আর আমি দুই-দুটো বিশ্বকাপের ধাক্কা খেয়ে বুয়েটের স্থাপত্যের আইবুড়ো ৫ম বর্ষের ছাত্র।
রোজালিন ক্লাস সেরে আসত আমাদের বাসায় ডেট করতে — শাড়িপরিহিতা সুসজ্জিতা বিছানায় পা তুলে বসে হাত নেড়ে সারাদিন বিশ্ববিদ্যালয়ে কি হয়েছে সে-গল্প করত। আমি গল্প কি শুনবো, আড়চোখে ওর খালি-পা দেখে ভাবতাম ‘পায়ের পাতায় কারও এত রূপ বুঝি থাকতে হয়?’
সে-পায়ে মাঝে মাঝে হালকা একটা নূপুরও পরা থাকত। কিন্তু গানটা শেষ করতে ২০ বছর কেন লাগল সে-গল্প রোজালিনকে বলতে হবে।
গানের সম্পূর্ণ লিরিক
তুমি কেন এসেছিলে খালি পায়ে?
তুমি কেন পরোনি রেশমি জুতো?
পায়ের পাতায় বুঝি এত রূপ কারো থাকতে হয়?
আমি তো মরেছি তোমার খালি পায়ে!
এ যেন পদ্মপাতায় রোদের তোলা নকশি কাঁথা
এ যেন কষ্ট দিয়ে লুকিয়ে রাখা মনের কথা
সব কথা যে লুটায় তোমার ওই খালি পায়ে!
তুমি কেন আঁচল চাপা দিয়ে ফেললে হেসে?
তুমি কেন ফিরিয়ে নিলে না মুখ?
ঠোঁটের কোনায় কারও এত রূপ বুঝি থাকতে হয়?
আমি তো মরেছি তোমার হাসির ছোঁয়ায়!
রাজ্যপাট থেকে গড়ের মাঠ দুঃসময়ের অমোঘ ধ্বনি
অমানিশার যত অন্ধকার থেকে আলোর দেশের রাজধানী
সবই লুটায় তোমার ওই খালি পায়ে!
রোজালিনের গল্প
গানের কথা, সুর, সংগীত, গিটার ও কণ্ঠ : মুন্তাজার মনসুর
ভায়োলিন : আরুশি
ভিডিয়োপোস্ট আপ্লোডকাল : ০৭ মার্চ ২০২৫
ভিডিয়োপোস্ট আপ্লোডেড অ্যান্ড শেয়ার্ড অন ফেইসবুক
গান শুনি কিস্তিগুলা
বিজয় আহমেদ রচনারাশি
- শহীদ কাদরীর দেশে || বিজয় আহমেদ - April 13, 2025
- ঈদ : সাউন্ডবক্সময় ফিতাক্যাসেটের, প্রেম-না-পাওয়া হতাশ রাত্রিদিনের || বিজয় আহমেদ - April 3, 2025
- গান শুনি ৩ : রোজালিনের গল্প || বিজয় আহমেদ - March 22, 2025
COMMENTS