নামাজকালাম দীর্ঘজীবী হোক
বিপ্লবের আলাপটা আরও পরে উঠুক
পূজাআচ্চা দীর্ঘজীবী হোক
বিপ্লবের আলাপটা আরও পরে উঠুক
ওটা আপাতত না হলেও চলবে
এই ভবে
হ্যাভেনলি জিনিশেরই কদর থোড়াই করে লোকে
এর মধ্যে কোন উজবুকে
বেকার ভজঘটি বিপ্লবের ফজিলত নিয়া গাঁকগাঁক করবে!
ট্যাগিঙের আছে ভয়, জঙ্গির
পুঁটকির ছ্যাঁদা দিয়া আক্ষিয়ালা বাঁশ ঢোকাবে
বেচারি বিপ্লবীর
অত রিস্কে কে যাবে!
এরচেয়ে ব্যেটার সংস্কৃতিশীলতা
নাট্য ও অন্যান্য ললিতকলাপ্রিয়তা
তাতে রিস্ক নাই
বিপ্লবের যা যা তা নাট্যান্দোলনের মঞ্চে কপচাই
বিপ্লব আমি খোয়াবে দেখি
বাস্তবে বিপ্লব, সে কী!
জিনিশটা আজকাল মার্কেটে
গেঞ্জি ছাড়া আর-কোথাও সুলভ নয়
রেভোল্যুশন নস্ট্যালজিক, স্মৃতিময়
লেখাপত্রে, বক্তৃতায়, এরে এস্তেমাল করতে হয়
লালরঙা কাস্তেহাতুড়িআঁকা পার্টিবিজ্ঞাপনে
কেবল পুঁজিবাদের বিরুদ্ধে বিষোদ্গার
আর
জীবনযাপনে
ক্যাবারেড্যান্সপটু বলিউড
অ্যস্যম, ড্যুড!
চলছে, চলবে, চলতে দি’
বিপ্লবের শিল্পপ্রদর্শনী
এহেন ধইঞ্চেদের ধস্তাধস্তি …
লিয়াকত আলী লাকী —
বিশালাঙ্ক প্রোজেক্টখাওয়া আখাম্বা পাখি —
একজনা নাকি?
তিনশ ছয়শ নয়শ
অজস্র সহস্র
সংস্কৃতিবিনয়ী বিলাইস্বভাব
সর খায়
আর গায়
লিয়াকত আলী লাকীর স্তব
মুক্তমঞ্চে কেবল করে কুকীর্তিকলরব
কট খাবার পরে
লিয়াকত আলী লাকীর নাম ধরে
টকশো করে
কালচার পুনঃপবিত্র করাইতে চায়
এইসব কুকীর্তিকলরবকারীদের দল
দিনভর চৌপর করে খলবল
অনন্যোপায়
দেশবাসী ইহাদের খবিসি দেখে যায়
আরেকটা লাকী লিয়াকত জন্মায়
হাতের উপর হাতের পরশ রবে না গাইতে গাইতে
এই শীতে
এক চিত্রী, এক নাটশিল্পী ও এক কবি —
এই তিন বিপ্লবী
রিজলায় বানানো জয়েন্ট ফুঁকে খায়
লাখে-লাখে লিয়াকত আলী লাকীর কোটি-কোটি টাকাওড়া হাওয়ায়
এই নৃশংস তমসায়।
জাহেদ আহমদ (রচনা : মার্চ ২০২২ প্রকাশ : এপ্রিল ২০২৫)
- ইন্ডিয়ান বাংলায় মেইনস্ট্রিম ও অফস্ট্রিম প্রকাশনা - November 18, 2025
- নৃপতি নিরো ও নগরভস্ম - November 15, 2025
- ভারতীয়া শারদীয় সংখ্যায় একটা বাজারবান্ধব নভেলা পাঠের স্মৃতি - November 9, 2025

COMMENTS