গ্রামীণ ব্যাংককে কেন্দ্রীয় ব্যাংকের নজরদারিতে আনার সরকারি উদ্যোগের কঠোর সমালোচনা করে এ প্রতিষ্ঠানে যে-কোনো হস্তক্ষেপ প্রতিরোধ করা হবে বলে হুঁশিয়ার করেছেন ব্যাংকটির প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ইউনূস।—[রাজধানীতে সমাবেশে, ১৭ অক্টোবর ২০১৩, সংবাদপত্রের বরাতে জানা]
“চাইলে আমি শুরু থেকে এর মালিক হতে পারতাম।”—
তো, অরিন্দম, এ-ই তাহলে ঘটনা!
চাইলে আপনি কী না হইতে পারতেন, ল্যুক কথিত ফাদার বেনেদিক্তাস দোমিনাস দিউস!
কী হন নাই আপনি, সদাপ্রভু, উহা নাহি জিগাই।
কিন্তুক, উস্তাদ, লুঙ্গিড্যান্স শুরু করবার আগে মোগো লগে থোড়া-সা বাতচিত কইরা যান।
বুঝি এ-ই ছিল মনে তব, তলে তলে, মালিক হইবার খায়েশ!
গো মহান, মুনিঋষি মুনিয়া-টিয়া শান্তিমিয়া, মাটির ময়না বাহে!
সেই তো মুখে এল চলে, কেন তবে এত দোনোমোনো, কেন অত উটকা ধানাইপানাই!
সিগমুন্ ফ্রয়েডের সাইকোঅ্যানালিসিসের হে প্যাশেন্ট!
ভুখান্যাংটা থাইকা তুমি ইদেশ-বিদেশ পাগলের মতো ঘুরিয়া বেড়াইতাসো কোন ও কাহার দুঃখে!
(ফাইয়াকুন নাথিং, যদিও, কিচ্ছুটি হয়নিকো কাহারো, বালটিও বদলায়নিকো গরিবের-মুটেদের-মজুরের)
ত্রাতা তুমি নারীদের-মরদের, মুর্গি ও মোরগের, তিননম্বর বিশ্বের একনম্বর পোভার্টিমিটিগেটর
ওগো গরিব মাশটর, ওগো দুঃস্থদুঃখীর মাংশমরমিয়া শাইলক, ওগো হিটলারভ্রাতা হের্ দক্তর!
তুমি ভেস্ত তুমি দোজখ তুমি মালিক তুমি মুলক তুমি রাজানন্দ
ওগো তুমিই-না ভালোমন্দ
তুমি সিভিল তুমি সমাজ শুশীল শোশাইটি
তোমারে আমরা চাই ওগো যুক্তারাষ্ট্রীয় গোলাপ বসরাই
তুমি আমরার গল্পবলা ক-শাখার আসরে প্যান্ডেলজোড়া নানাভাই
আল্লার দুনিয়ায়, ভগমানের ধরাধামে, তুমিই মালিক সাঁই
আমরা তোমার গোলাম
শুরু হইসে এখন দেখি নতুন এক ব্যারাম
ইন্ট্যারভ্যাল দিয়া দিয়া মাজাচ্যাপ্টা সাহেবসুবো শুশীলের সংগ্রাম!
এ কী লীলা ছমেৎকার!
পাঁচবচ্ছর পর পর গরজায় দেখি রিমোট-কন্ট্রোল্ড শুশীলের হাতিয়ার!
ইতা আফনে মাতইন কিতা, আব্বু, পোলাপানের আব্দার!
তবে আমরা আপনার পাছায় আছি, দুবলাপাতলা, ভাতের মরা, আমরা জন্মমোসাহেব
পাছামাঞ্জন করতে আছি আমরা আপনার পিছে
দ্যান গো ফুইসেলে ফুৎকার
আম্রিকানী লগিবৈঠা হাতে লৈয়া লন গো মোরা ঘাটের মরা হাত ভাঙতে যাই
ওগো আমরার ফ্রেন্ড নট মাস্টার, তথা মালিকেরও বাড়া, ওর্ফে রামছাগলের বাঁড়া!
পাগলা ভোলা দে রে তোরা মাইক্রো মাইক্রো মোহন হাওয়ায় গরিবিয়া গা-ঝাড়া
আমি আইতে আইতে একটা ভাঙ্গাড়িবিক্রেতা, বাড়ি যার দক্ষিণদিগরে লুসাই পাহাড়দেশে—
জিগাইলাম, মায়েস্ত্রো মু য়্যু মঁসিয়ঁরে চেনে কি না সম্যক—
হারামির হাড্ডি ফিলোসোফারের ন্যায় ন্যাচারাল গলায় রিপ্লাই দ্যায় গেট-লক্ :
আবার জিগায়! লাগভেল্কি মাদারি-কা-খেল, ন্যাড়া-বেলতল, হুরমতি—
বাপে ছেল সোনাড়ি, পোলায় হইসে জুয়াড়ি, কী বিউটিবিপুলা মারহাব্বা উন্নতি!
—জাহেদ আহমদ ১৮ অক্টোবর ২০১৩
(এইদিনের ফেসবুকমেমোরিস বরাতে প্রাপ্ত অবিকল, অকর্তিত, অতটুকু।—জাআ)
গানপার কবিতার, কবিতার গানপার
- ভারতীয়া শারদীয় সংখ্যায় একটা বাজারবান্ধব নভেলা পাঠের স্মৃতি - November 9, 2025
- সন্দীপন স্বল্পায়তন - November 5, 2025
- ম্যাক দ্য রকার || জাহেদ আহমদ - November 3, 2025

COMMENTS