ঐরাবত; মানে, হাতি; সিলেটি জবানে আত্তি; এইটা বাংলাদেশের একটা ব্যান্ডের নাম; ব্যান্ড, গানের দল।
কি ভাবছেন? — হাতি আবার ব্যান্ডের নাম হয় নাকি! চলুন জেনে আসি ঐরাবতকে, হাতিদের দলকে।
ঐরাবত বর্তমান সময়ে জনপ্রিয়তার দ্বারপ্রান্তে উঁকি দিচ্ছে। ২০১৬ সাল থেকে অনেক চড়াই-উৎরাই পার করে আজ লাখো গানপ্রেমিদের মনে জায়গা করে নিয়েছে ঐরাবত।
আমরা বাংলাদেশের নব্বইয়ের দশকের বাচ্চারা ছোটবেলায় স্বরবর্ণ থেকে বিভিন্ন শব্দ-ছন্দ মিলিয়ে পড়ার মুহূর্তগুলো বর্তমান সময়ের অনেকের কাছেই অচেনা। তখনকার ঐ-তে ঐরাবত থেকেই মূলত এই ব্যান্ডের নামকরণ করা হয়। একদল তরুণের জন্য সেই সময়টা আসলেই চ্যালেঞ্জিং ছিল। ব্যান্ডের লাইনআপ, কম্পোজিশন, রেকর্ডিং মোটেও সহজ ছিল না তখন। কঠোর পরিশ্রম ও সঠিক ডেডিকেশনের জন্যই ঐরাবত আজ সফলতার অভিমুখে। ঐরাবতের এই সাফল্যের পেছনে প্রতিটা ব্যান্ড মেম্বারদের বন্ডিং, ডিসিশন মেকিং, ক্রিয়েটিভিটির একটা বড় অবদান রয়েছে। শত কর্মব্যস্ততার মধ্যেও তারা তাদের লিসেনারদের উপহার দিচ্ছেন একেকটা মাস্টারপিস গান।
আমাদের এই ছোট্ট সিলেট শহর ব্যান্ডটির জন্মস্থান হলেও ব্যান্ডের তুমুল জনপ্রিয়তা বাংলাদেশ ডিঙিয়ে দেশের বাইরেও মানুষের মনে জায়গা করে নিয়েছে। বর্তমানে ব্যান্ডটি একটি মৌলিক অ্যালবাম নিয়ে কাজ করছে ‘হারানো বিজ্ঞপ্তি’ নামে, ৯টি গান দিয়ে পরিবেষ্টিত এই অ্যালবাম থেকে এখন পর্যন্ত মোট ৫টি সিঙ্গেল ট্র্যাক রিলিজ করা হয়েছে এবং সবগুলো গানই অনলাইন প্লাটফর্মে ব্যাপকভাবে সাড়া ফেলেছে।
ইতোমধ্যেই রিলিজ পেয়েছে ঐরাবতের ‘হারানো বিজ্ঞপ্তি’ অ্যালবামের ৫ম গান ‘অন্ধ অবিশ্বাস’! ‘বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর’-এর সারাংশই ‘অন্ধ অবিশ্বাস’; গানের লিরিক্স, কম্পোজিশন অসাধারণ না-বললেই নয়। ব্যান্ডের লিরিসিস্ট ও ভোকাল মেহরাব চৌধুরী, লিডগিটারে ঝড় তোলেন অনীক দেব, বেজমাস্টার সায়মন খান, মাথানষ্ট ড্রামিঙে আছেন নীলাঞ্জন দাশ সানি ও কিবোর্ডিস্ট হিসেবে রয়েছেন লিটন। এই মানুষগুলোই ঐরাবতের কান্ডারি, যারা তাদের বেস্ট এফোর্ট দিয়ে আমাদেরকে ফ্রিতে গান উপহার দেন ।
ঐরাবতের প্রতিটা গানের সাথে আপনি মিশে যাবেন নিমিষেই, যেন এক জাদুকরী সৃষ্টি। এত গোছানো কম্পোজিশন খুব কমই দেখা যায়। লিস্ট ফ্রম ‘হারানো বিজ্ঞপ্তি’ অ্যালবাম : ১. গুরুচণ্ডালী, ২. হারানো বিজ্ঞপ্তি (টাইটেল ট্র্যাক), ৩. হাতঘড়ি, ৪. মহড়া, ৫. অন্ধ অবিশ্বাস।
হিডেন ইনফরমেশন : ‘হারানো বিজ্ঞপ্তি’ অ্যালবামের আনরিলিজড ট্র্যাকগুলো খুব শিগগিরই আমরা পেতে যাচ্ছি অনলাইন প্ল্যাটফর্মগুলোতে। আনরিলিজড ট্র্যাকগুলো আরও ম্যাজিক্যাল হবে আমরা আশাবাদী, যা লিসেনারদের পরিচয় করিয়ে দেবে ভিন্ন এক অভিজ্ঞতার সাথে। আপকামিং ট্র্যাকগুলো হলো : ‘চারশো রাত’, ‘জলসা’, ‘ভিজে মাটি’ ও ‘অন্য কারো গান’।
আসলেই ভালোবাসা তাদের প্রাপ্য। শুভকামনা ঐরাবতের জন্য। ঐরাবতের পেট থেকে অনেক অনেক গান বের হোক। ঐরাবতের জয় হোক।
ঐরাবত ইউটিউবচ্যানেল
ঐরাবত ফেইসবুকপেইজ
- ঐরাবত ঐ আসছে… || প্রান্তর চৌধুরী - November 20, 2024
- আমার ড্রামার || প্রান্তর চৌধুরী - December 27, 2017
- মেটালিকা বাংলা || প্রান্তর চৌধুরী - August 22, 2017
COMMENTS