এমন অনেক সিনেমায় আমি অভিনয় করেছি যেইগুলায় আমাকে নেয়াই হয়েছে সিনেমাটায় আমার চেহারাছবি ইউজ করে সিনেমাটাকে একটুখানি বেশি বিক্রয়যোগ্য করে তুলতে। এইগুলা আমারে দিয়া বহুৎ হইসে, আর না।
টয়লেটের টুকটাক পার্টস বিকল হয়ে গেলে আমি মোটামুটি রিপেয়ার করে নিতে পারি। ফ্লোরের টাইলগুলা মেরামত করতে পারি। ইলেকট্রিক তারটানার বেসিক জায়গাগুলা চাইছি শিখতে ভালোভাবে, শেখা শুরু করেছি। জিনিশগুলা আমার দক্ষতা বলে আমি মনে করি।
মাগনা আলকাতরা পাইলেও মন্দ না। অ্যানিথিং ফ্রি ইজ গ্যুড।
আমার পিছনে গোয়েন্দা লাগায়ো না, দেখবা আমি ঠিকঠাক সময়মতোই ফিরব বাসায়। দিনের বেলায় আমারে বাইরে বারায়া মাঠে খেলতে দিও। এইটুকু হইলেই দেখবা আমারে তুমি নির্বিঘ্নে পাচ্ছ।
একটা সময়ে যায়া দেখবা যে তুমি নিজেই নিজের বয়স ভুলে গেছ। কত হাজার রকমের মিথ্যাচার চালায়া গেছ যে দেখবা নিজেই নিজের মিথ্যার জালে ফেঁসে গেছ।
নারীরা আমার ধারণা অনেকটাই ওভেনের মতো। পাঁচ থেকে পনেরো মিনিট টাইম নেয় গরম হতে।
চয়ন, সংকলন ও অনুবাদন : বিদিতা গোমেজ
… …
- রিপন মিয়ার জীবন ও সাহিত্য || কাজল দাস - October 14, 2025
- চেজিং হোমার / লাসলো ক্রাসনাহোরকাই || অনুবাদ / কয়েস সামী - October 13, 2025
- আহমদ রফিক : শতবর্ষী বিরিখের প্রস্থান - October 13, 2025
COMMENTS