গ্রাসরুটসের গান, অনিয়মিত অসাহিত্যিক অবদমনাখ্যান ২৫

গ্রাসরুটসের গান, অনিয়মিত অসাহিত্যিক অবদমনাখ্যান ২৫

একটা কবিতা তো আমি
নিশ্চয়
কিমাশ্চর্যম নয়
লিখতেই পারি
নিভৃতচারী
দিবাযামী
লিখে লিখে পেতে পারি সন্ন্যাসী ও সংসারী
শিরোপা অ্যাওয়ার্ড
হতে পারি বাকস্বাধীনতার গুণ-গাওয়া বার্ড
বাংলাদেশে অ্যাবসার্ড
জন্রায় সাহিত্য প্রসারের হতে পারি ভ্যানগার্ড

কথা তো সেইটা না
আমাদের আলোচনা
টাইমের কন্সট্রেইন্ট থাকায়
এইবার কন্সেন্ট্রেইট করি রাশটানায়

কিন্তু পয়েন্ট তো পদ্য লিখতে পারা না-পারায়
আদৌ নয়, একেবারেই না
আমি না-হয় না-চিনা
যারা আপনারা আবিশ্বভূমণ্ডল-কম্পানো কবি
দি সেইন্ট, দ্য প্রোফেট, নবি
নিত্য নয়া বাণী, দরিশন ও দিশা আনেন স্বল্পালোকিতা বাংলা কবিতায়
তারা যদি একে একে ভলান্টিয়ার করেন
উড ইউ প্লিজ, বলেন
কবিতার নামে এই জিনিশটা আপনারা কেন করতেসেন।

জাহেদ আহমদ


গ্রাসরুটসের গান প্রিভিয়াস

COMMENTS

error: You are not allowed to copy text, Thank you